
প্রথমে মডারেশনের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে। সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে লিখতে গেলে কোন বক্তব্য বা মন্তব্য বিএনপি জামায়াতের বিরুদ্ধে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করছে বস্তির লোকজন। ভদ্রলোক যেহেতু ওদের লেভেলে নেমে ওদের গালি দিতে পারবেনা, তাই এদের ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হচ্ছি। গালিগালাজ এর স্ক্রিনশট পোস্টে সংযুক্ত করে পোস্ট বস্তির লেট্রিন বানাতে চাইনা। তবে মডারেটর চাওয়া মাত্র আপলোড দেয়া হবে।
আমি পবিত্র কোরানের আয়াত গুলো বিশ্বাস করি। কোরানের একটি আয়াত হলো - "আল্লাহ সীমা লঙ্ঘন কারী দের পছন্দ করেন না"। সরকার এবার যা করেছে তা স্পষ্ট সীমালঙ্ঘন। কোরান আরও বলে - " যে অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করে, একজন মানুষের উপর জুলুম করে, এক মানুষকে কষ্ট দেয়, সে যেন গোটা মানব জাতীকে হত্যার, গোটা মানব জাতীর উপর জুলুম করার, গোটা মানব জাতীকে কষ্ট দেয়ার সমান অপরাধ করল।
ব্লগে অনেক চাপাবাজ আছেন। এরা মিথ্যা কথা বলেন।মানুষ মিথ্যা কিভাবে বলে আমি বুঝিনা। কোন মানুষ যদি মিথ্যা বলে ধরে নিতে হবে সে ভালো মানুষ নয়। সহিংসতার সময় রাজপথে না থেকে নিজের চোখে কিছু না দেখে উল্টাপাল্টা মিথ্যা কথা বলছে এরা কিভাবে নিজেকে মানুষ দাবী করে বুঝিনা।
একটা বিষয় একদম পানির মত পরিষ্কার যে- "এই আন্দোলন ছিল বৈষম্য মূলক কোটা বিরোধী, এবং আন্দোলন খুব ভালো ভাবেই চলছিল। এই আন্দোলনকে পুঁজি করেছে জামায়াত শিবির। স্টুডেন্ট পাওয়ারকে কাজে লাগিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে যা প্রথমে সাধারণ অরাজনৈতিক ছাত্ররা বুঝতে পারেনি। প্রধানমন্ত্রী যেদিন বলছেন - " কোটা মুক্তিযোদ্ধাদের নাতী-নাতনিদের না দিয়ে রাজাকারের নাতি নাতনীদের দিব? সেদিন ছাত্ররা না বুঝে স্লোগান দিল - "আমরা সবাই রাজাকার"। পরের দিন ফেসবুক ও ইনস্টাগ্রামে যখন সমালোচনার ঝড় উঠে তখন তারা শ্লোগান পরিবর্তন করে,এবং তাদের ঘাড়ে চেপে যে শিবির জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে তা অনুমান করতে পারে। ঠিক তার পরের দিন ছাত্রলীগ শেখ হাসিনা ও ওবাইদুল কাদেরের প্রশ্রয় পায় ছাত্রলীগ এবং পুলিশের সহযোগিতায় নিরীহ ছাত্রদের উপর এট্যাক করে ছাত্রলীগ।অনেক স্থানে পুলিশ ছাত্রলীগ দুই গ্রুপই সাধারণ ছাত্রদের গায়ে হাত তুলে মেরে রক্তাক্ত করে, টিয়ারগ্যাস রাবার বুলেট ছুড়ে।শুরু হয়ে যায় লড়াই। আর এই লড়াই এর সুযোগ নিয়ে ট্রেনিং প্রাপ্ত প্রফেশনাল জঙ্গি জামায়াত হামলা চালায় রাষ্টিয় সম্পদ, রেল সংযোগ, টিভি ভবন, সচিবালয় সহ অসং্খ্য গুরুত্বপূর্ণ স্থানে। দেখুন সাধারণ ছাত্ররা কিন্তু কখনো দেশের সম্পদ নষ্ট করবেনা। কারণ তাদের তো দেশের সম্পদের প্রতি কোন ক্ষোভ নেই। তাক এটা নিশ্চিত যে এটা জঙ্গি জামায়াত শিবিরের কাজ "। আবার লীগের সাথে জড়িত অনেকেও এই হামলার সাথে জড়িত। এটাও সত্য।
কিন্তু তাই বলে কি তাদের পাখির মত গুলি করে মেরে ফেলতে হবে? কিলিং মিশন থেকে রেহায় পায়নি ক্লাস ফোরের ও সেভেনের ছোট্ট শিশুরা পর্যন্ত। প্রধানমন্ত্রী দাবীটা প্রথমে মেনে নিলেই ল্যাটা চুকে যেত। কিন্তু না। উনার বিরাট ইগো। সরকারের কজন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, এমপি, মন্ত্রী, সচীব এর সাথে আমার যোগাযোগ আছে। আমি জানি সরকার এবার প্রচন্ড ভয় পেয়েছে। পায়ের নীচে মাটি ছিল না, গোটা দেশ উনার বিরুদ্ধে চলে গেছে। জঙ্গিরা জাস্ট আর ২/৩ দিন নেট খোলা পেলেই সরকার নামিয়ে দিত। সরকার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে বহু আগে। এখন ফেসবুক ইনস্টাগ্রাম কে হুমকি দিচ্ছে আমাদের যেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করতে না দেয়। মোটাদাগে সরকারের পায়ের নীচে মাটি নেই। টিকে থাকার সর্বশেষ রিসোর্স সেনা বাহিনী দিয়ে পরের বার চিড়ে ভিজবেনা। ২০০৭ থেকে ২০২৪, এই ১৭ বছরে প্রথম বার ফীল করছি - শেখ হাসিনার আওয়ামী লীগ এর দিন শেষ।
পাপ বাপকেও ছাড়েনা। আমি নিশ্চিত আওয়ামী লীগ আর বেশিদিন ক্ষমতায় নেই।
ব্লগে কয়েকজনকে সরকারের মত ভুমিকা পালন করতে চাচ্ছে। এরা বিরোধী মতকে গলা চেপে ধরতে চাচ্ছে। এরা ক্ষমতায় এলে শেখ হাসিনার আওয়ামী লীগ এর মত আচরণ করবে। এটা ব্লগ। এখানে উভয় পক্ষের লোক নিজস্ব মতামত প্রকাশ করবেন।তাই পোস্ট বা মন্তব্য নিজস্ব চয়েজ ও মতবাদ এর বিরুদ্ধে গেলেই তারে গালিগালাজ করা ছোট লোক ছেছড়া শ্রেণির কাজ। কোন পোস্ট ব্লগ নীতি মালা লঙ্ঘন করলে তার জন্য মডারেটর টিম আছেন। প্রয়োজনে রিপোর্ট করা যায়।কিন্তু গালি দেয়া ব্যাক্তি আক্রমণ করা জাস্ট ছোট লোকের কাজ। বিএনপি জামায়াত আর আওয়ামী লীগ। জাস্ট মুদ্রার দুই পিঠ। তাই আমরা নিরপেক্ষ ৩য় শক্তি চাই যারা আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিশ্চিত করবেন। যারা ক্ষমতায় এলে আমাদের ন্যায্য দাবীর পক্ষে আর কখনো আন্দোলন করার প্রয়োজন পড়বেনা।
সবশেষে আমার ছোট ছোট ভাই গুলোকে (শিবিরের সাথে সম্পৃক্ত কেউ ছাড়া) যারা হত্যা করছে গোটা দেশের মানুষের অভিশাপ আপনাদের উপর পড়বে। আর এই অভিশাপই হত্যাকারী দের পতন ঘটাবে।
[নেট স্লো করে দেয়ায় পোস্ট লিখতে পারাই যেখানে কঠিন, বানান ও টাইপো ঠিক করতে চাওয়া সেখানে বিলাসিতা ]
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




