
কোটা আন্দোলনের সময় কিছু পোস্ট আমার মন ছুয়ে গিয়েছিল। তার মধ্য থেকে কয়েকটি নীচে শেয়ার করছি। উপরের ছবিটি আপলোড দিয়ে একজন পোস্ট দিয়েছিলেন -
""মিছিলেও প্রেম হোক
ভেঙে যাক মোহ
তুমি সাজো ব্যারিকেড
আমি বিদ্রোহ"।
এই আন্দোলন ২৫০+ মানুষের তাজা রক্তের বিনিময়ে সফল হয়েছে। সরকার মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ দিতে বাধ্য হয়েছে। আমাদের বাঙালীদের একটা কমন গুণ হলো - যখনই ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে লড়াই হয় - তখন অপরাধীরা একদিকে আর পুরা বাংলাদেশ একদিকে চলে যায়। পাকিস্তান আর বাংলাদেশের খেলার সময় জারজ জামায়াত শিবির একদিকে আমরা আওয়ামী বিম্পি বাম ডান ইসলামীস্ট মিলে একদিকে। জাতী যত উন্নত ও শিক্ষিত হচ্ছে ততই তরুণ প্রজন্ম রাজাকার ও স্বৈরাচার দের বিরুদ্ধে গর্জন তুলছে। বিএনপি জামায়াতের সময় এদেশীয় পাকি জারজরা মেরি মি আফ্রিদি লেখা প্লেকার্ড নিয়ে গ্যালারিতে ফাকিস্তান ফাকিস্তান বলে চিল্লাত এখন তরুণরা রীতিমতো লজ্জা পায়। কেউ জামায়াত শিবির পরিচ্য় দিতে লজ্জিত ও অপমানিত অনুভব করে। রাজাকারদের ব্যাপারে আমাদের তরুণদের মনে এমন ঘৃণা ঢুকিয়ে দিতে সবচেয়ে বেশী অবদান আমাদের ব্লগারদের। এত কথা বলার কারণ হলো জামায়াত শিবির ঢুকে না গেলে আমাদের ছাত্রদের আন্দোলন নিয়ে সরকারি দল আজগুবি বানোয়াট কথাবার্তা বলতে পারতনা।
আসলে বর্তমানের কথিত ছাত্রলীগ ও শিবির মুদ্রার দুইটি পিঠ মাত্র। একদল স্বৈরাচার কায়েম করতে মানুষ মারে, আরেকদল দেশকে পাকিস্তান বানাতে মানুষ মারে। পার্থক্য শুধু দুদলের উদ্যেশ্য ভিন্ন। জামায়াত শিবির নোংরারা আমাদের অভিনেত্রী ও মডেল দের গালি দেয়। তাদের
অপরাধ তারা শিল্পী। অথচ স্বয়ং আল্লাহ সুবা হানা তা আ লা বলছেন - "ফেতনা হত্যার চেয়েও জঘন্য অপরাধ "। দুনিয়ায় এমন কোন ফেতনা নেই এরা করেনা। সামুর হোম পেজে দেখে থাকবেন যে মৌ-লদের সকল পোস্ট ও মন্তব্য হিংসা নিন্দা গীবত ফেতনা ফ্যাসাদ ও অকথ্য ভাষায় গালিগালাজ এ ভরপুর। একজন প্রবীণ ব্লগারকে উস্কাতে ও উত্তেজিত করতে দুনিয়ার এমন কোন জঘন্য ফেতনা নেই এরা করেনা।এদের সাথে ব্লগে সুশীল ও বিরাট ব্লগার এর ভেক ধরে এমন কয়েকজনও আছে।
এদের ভন্ডামির আরেকটা প্রমাণ দেখুন। নীচের ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী "সাফা কবির"। এই বারের কোটা সংষ্কার আন্দোলনে যেকজন সাহসী শিল্পী ছাত্রদের পক্ষে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে এসেছেন তিনি তাদের মধ্যে একজন। নীচের ছবিটি আপলোড দিয়ে একজন পোস্ট দিয়েছেন -

"Safa Kabir তিনি হয়তো এই প্রজন্মের সেরা অভিনেত্রী নন,
কিন্তু তিনি একজন সংবেদনশীল মানুষ। যিনি ছাত্রদের জন্য ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন
জয়া বচ্চন বলেছিলেন,
"আমি অভিষেক কে বলি,
একজন সফল অভিনেতা হবার আগে একজন ভাল মানুষ হওয়া জরুরী। "
সাফা কবিরের মা তাকে সেই শিক্ষা দিয়েছেন। "
আপনাদের মনে আছে কিছু বছর আগে এই সাফা কবির একটি রেডিওতে আল্লাহর অস্থিত্ব নিয়ে কিছু একটা বলার অপরাধে তাকে হত্যার ডিক্লেয়ার দিয়েছিল রাজাকার জামায়াত শিবির পন্থীরা। অথচ আজ শুধু সরকারের বিরুদ্ধে যাওতায় জামাতাতি পেজ গুলো সাফা কবিরকে অভিনন্দন জানাচ্ছে। সুতরাং এর থেকে নিশ্চিত বলা যায় জামায়াত একটি জঙ্গি ও ধান্দাবাজ দল। ইসলামের সাথে এদের কোন সম্পর্ক নেই। এদেরকে ইসলামি দল ভেবে ভুল করবেন না।
কিছুক্ষণ আগে দেখলাম সব দাবী প্রত্যাহার করে নিয়েছে সমন্বয়করা। জামায়াত স্বপ্ন দেখছিল এই গণহত্যাকে কেন্দ্র করে একটা বড়সড় গৃহ্যুদ্ধ লাগয়ে দেশে জঙ্গিবাদ ও মৌলবাদ কায়েম করবে। কিন্তু আফসোস তাদের সব স্বপ্ন মাটি হয়ে গেল।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




