জঙ্গলের আঁকা বাকা পথ, নিঝুম বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, আমি হাঁটতে থাকি হিলহিলিয়ে, গাছের গোড়ার পাশ দিয়ে, ঝোপের ঠিক মধ্যখান বেয়ে।
হঠাৎ চমকে উঠি... সামনেই কিছু একটা। আমারো অস্তিত্ব কি টের পেয়েছে? হয়তো না, কারন খরগোশটা নিজের মনে এখনো ছিড়ছে খুঁটছে ঘাসের ডগা, ছোট চারা।
আমার খিদে পেটে, শেষে কবে শিকার করেছি মনে নেই... খরগোশটার নরম দেহ আমার পেটে ধীরে ধীরে জারিত হবে, বদলে যাবে পুষ্টিকর খাবারে.. আমার দেহে আরো পুষ্ট হবে, বিষের থলি আরো পুর্ণ হবে... হয়ে উঠবো আরো ভয়াল...
গাছের গুঁড়িটা বেয়ে ধীরে উঠে যাই আমি। উপরের ডালটা পেঁচিয়ে ধীরে ঝুলে পড়ি সুস্বাদু শিকারটার উপর...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



