"যাকে বেশী ভালবাসি, সেই বেশী কষ্ট দেয়"...
নতুন বছর, নতুন স্বপ্ন, নব উদ্যামে কাজ করতে চাই...ভুল বলি নতুবা ব্যর্থতা বলি না কেন তা থেকে কিছু শিখতে চাই... কিন্তু জীবন নাকি তার নিজস্ব গতিতেই চলবে...
আজকের আবহাওয়া টা ছিলো চমৎকার...খুব সকালে ঘুম থেকে উঠেই ক্লাসে গেলাম...ক্লাস হয়নি...রুমে এসেই ঘুম, ঘুমের আয়ূ মাএ ১ মিনিট ৩০ সেকেন্ড...সারাদিন ড. এস হকের বাসায় গিয়ে রান্না বান্না করে আনন্দ করলাম...
নতুন বছর তোমাকে ফোন করেই উইশ করতে চেয়েছিলাম...কাউকে বিরক্ত করা আমার ইগো তে বাধে... আমার কল পেয়ে তুমি বিরক্ত বোধ করবে জেনেই একটা এস.এম.এস করলাম,
Hi ya, I really wanna say it to you and your family but I'm afarid if you mind. Whatever I'll say caz I'm not afraid......So Happy New Year...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




