সূত্র : দৈনিক মগবাজার
মীরজাফরকে ভারতবর্ষের ‘জিয়া’ অভিহিত করায় ক্ষমতাসীন মহাজোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানহানির অভিযোগে একটি মামলা হয়েছে।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন মীর বাবুল নামের ঢাকায় বসবাসরত মীরজাফরের এক আত্মীয়।
মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খানের আদালতে এর শুনানি হয়েছে। দুপুরে আদেশ হতে পারে।
আরজিতে বলা হয়েছে, রংপুরের কাচারি মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সমাবেশে ইনু গত ৩ এপ্রিল বক্তব্যে বলেন- ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে সামরিক জান্তা জিয়া ও মোশতাক। ঠিক তেমনি করেই পলাশীতে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য ডুবিয়েছিলো মীরজাফর। মীরজাফ ছিলো ভারতবর্ষের প্রথম জিয়া।’
মীরজাফরের আত্মীয় মীর বাবুল বলেন, “মীরজাফর খারাপ হতে পারেন, কিন্তু জিয়ার মতো না। অযথা মীরজাফরকে ‘জিয়া’ বলে গালি দিয়ে আমার আত্মীয়কে অপমান করা হচ্ছে। এটা অনেকটা কলাচুরির জন্য ফাঁসির আদেশের মতো।“
৪ এপ্রিল ইত্তেফাকসহ কয়েকটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনেও ইনুর এ বক্তব্য উল্লেখ রয়েছে বলে আরজিতে জানানো হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



