আমার অফিসের বিল্ডিং এর মালিকের ছেলে সিজান সাহেব
(এককালে বাংলা নাটক, সিনেমার হিরো ছিল) একটা আজব লোক।
সবসময় মিসকল দিবে, যাতে আমি কল ব্যাক করি।
একদিন বললাম, "ভাই আমি আপনাকে ৫০ টাকা লোড দিয়ে দেই,
শুধু আমাকে কল দিয়েন, মিসকল দিয়েন না।"
উনি বললেন, "২০ হাজার টাকা লোড দিলেও কল দিতে পারবনা,
অভ্যাস হয়ে গেসে, ১৯৯৯ সাল থেকে মিসকল দেই, মোবাইলে টাকা থাকলেও কল দ্যায়ার অভ্যাস নাই"
কিন্তু লোকটা নিতান্ত সহজ সরল টাইপ ভাল মানুষ।
এই সিজান সাহেব প্রায়ই আমাকে বলত "আপনার সাইকেলে এমন কি আসে যে এত দাম রাখল?"
মাঝে মাঝে উল্টাপুল্টা কমেন্টও করত। কিছু বলিনাই কখনো।
আজকে সন্ধ্যায় বেসমেন্টে এসে সাইকেলের লক খুলছিলাম,
এমন সময় সেই সিজান সাহেব এসে হাজির।
বলল, কি ব্যাপার মিস্টার (আমার নাম নাকি উনার মনে থাকেনা), গুড মর্নিং।
(বলে রাখি, উনার সাথে মাঝ রাতে দ্যাখা হলেও উনি গুড মর্নিং বলে সম্বোধন করেন)
তারপর বলল, আপনাদের সাইকেল নিয়ে গ্রামীন ফোনের একটা টিভি এ্যাড দেখলাম, ভাল লাগল। আমিও ছোট বেলায় সাইকেল চালাইতাম, হিরো সাইকেল।
দ্যান তো আপনারটা একটু চালাই।
আমি খুশি মনে দিলাম।
উনি বেসমেন্ট ১ আর ২ মিলে কয়েক চক্কর দিয়ে বাইরের দিকে রওনা দিল।
বললাম, "ভাই কই যান"
বলে "ভাই ৩০ সেকেন্ড, আসতেসি"
(৩০ সেকেন্ড উনার কমন ডায়ালগ, এর আগে কয়েকবার উনি মিটিংএ ৩০ সেকেন্ড বলে ১ ঘন্টার উপর অফিসে বসিয়ে রাখার রেকর্ড আছে)
আমি এসে বিল্ডিং এর সামনে দাড়ালাম, দেখলাম উনি বেশি দূরে যাননি।
আনন্দ সিনেমা হলের সামনেই বেশ সময় নিয়ে কয়েক চক্কর মেরে চলে আসল।
আমাকে সাইকেলটা দিয়ে তো উনি মহাখুশি, চোখে মুখে তৃপ্তির রেখা।
বলল "মিস্টার, আপনার এইটা তো সাইকেল না, রিতিমত উড়লাম আমি, পুরা পাংখা। থ্যাংকু ভাই, আরেকদিন চালাবো বেশি করে"
আমিও উনাকে সালাম দিয়ে বাসায় রওনা দিলাম,
ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং,
ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং..
https://www.facebook.com/groups/bdcyclists/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



