সহজ অংকঃ গরুর দাম ৬০০০০ টাকা (এবারের বাজার দর অনুসারে)। মাংশ আনুমানিক ৪ মন=১৬০ কেজি। পুরো গরুটাই যদি সলিড মাংশ ধরি তাহলে বর্তমান বাজারদর অনুসারে প্রতি কেজি ২৫০ টাকা (বেশি ই ধরলাম) হিসেবে ১৬০ কেজির দাম আসে ১৬০*২৫০=৪০০০০ টাকা। সম্পূর্ণ গরু সলিড মাংশ হলেই (যদি অর্ধেকের বেশি থাকে হাড্ডী ও অন্যান্য অংশ যার বাজারমূল্য ও অনেক কম, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কসাইরা নিজেরাই খেয়ে ফেলে, মূল মাংশের সাথেই এসবের হিসাব করে প্রতি কেজি ২৫০ টাকা গড়ে বিক্রয় করে ব্যাবসা করে) প্রায় বিশ হাজার টাকার মত লাভ হচ্ছে গরু বিক্রেতাদের। তাহলে যদি সঠিক হিসাবে লাভ তো নিশ্চই আরো অনেক বেশি হবে তাই না? তাহলে যেসব ব্যাপারীরা গরুর দাম পান নাই, না খেয়ে মরতে হবে হ্যান ত্যান বলছে তারা কোন হিসাব থেকে কিভাবে বলছে এই কথাগুলো? সুশীল সমাজের অনেককেও গরুর ব্যাপারীর দুঃখে দুঃখিত হতে দেখলাম; অনেক ভারত বিদ্বেষীরা সরাসরি ভারতের গরু আমদানীর ব্যাপারে সরকারের উদাসীনতা নিয়ে হায় হুতাশ করছেন। আপনাদের কাছে আমার এই সহজ অংক টা রইল; আমাকে একটু বুঝিয়ে দিবেন আপনাদের এহেন হায় হুতাশের কারন কি? এবারের বাজার একটু সহনীয় ছিল বলেই আমাদের মত মধ্যবিত্ত পরিবারগুলো ঈদ করতে পারছে হাসিখুশিভাবে। আমি দেখি, আমার আব্বুর কষ্টে কামানো টাকা এই কুরবানীর ঈদের সময় ব্যায় করতে কত হিসাব নিকাশ করতে হয়; কত দুশ্চিন্তা নিয়ে থাকতে হয় বাকি মাসের জন্য; আপনাদের অনেক টাকা তাই খরচ করতে সমস্যা নেই; করুন খরচ, গরুর ব্যাপারীদের নিয়ে এতো টেনশন হলে নিজেরা যে গরুর দাম ৬০০০০ টাকা চায় সেটা এক লাখ টাকা দিয়ে কিনুন, সমস্যা নাই। কিন্তু আমাদের মত মধ্যবিত্তের কথা মাথায় রেখে এসব সুশীলতা বাদ দেওয়া যায় না? গরিবের জন্য আপনার অনেক উদারতে, প্রদর্শন করুন তাতে সমস্যা নেই, কিন্তু আপনার এহেন উদারতা আমাদেরকে যে গরিব বানানোর পথে নিয়ে যাচ্ছে সেই ব্যাপারে চিন্তা করে দেখেছেন কি? ভারত থেকে আরো বেশি গরু আমদানী করা হউক, এতে আমি ক্ষতি দেখছিনা কোন। দেশের নিম্ন আয়ের এতোগুলো মানুষের মুখে হাসির মূল্য কি ভারতে গরুর দাম হিসেবে চলে যাওয়া টাকার মূল্যের চেয়ে কম না বেশি??
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


