স্কুল এবং কলেজ জীবনে রাজনীতির সাথে সরাসরি যুক্ত না থাকলেও অনেক সাহসী ছিলাম সবসময়। রাফ এন্ড টাফ বলতে যা বুঝায় তাই ছিলাম। অনেকেই আমাকে খারাপ ভাবতো। আমাকে দূর থেকে দেখে অনেকেই অনেক কিছু ধারনা করে ফেলতো, একবার যাচাই ও করে দেখতো না যা ধারনা করেছে তা কতটুকো সত্য বা মিথ্যা। নিজের কথা বলতে পারি, কখনো আমি অন্যায়ভাবে নিজের ক্ষমতা জাহির করিনি। যদি করতাম তাহলে অনেক কিছুই করতে পারতাম। ধীরে ধীরে যখন বড় হলাম তখন থেকে পরিচিত হতে শুরু করলাম রাজনীতির সাথে। কয়েকবছর ধুমসে রাজনীতি করেও গেলাম। কিন্তু ততোদিনে আমার ভীতরের মানুষটা জাগতে শুরু করে এবং দেখে যে এই রাজনীতির আসল রূপটা কতটা কদাকার। কোন বন্ধু নেই, কোন আত্মীয় স্বজন নেই কোন সম্পর্ক নেই, কোন মনুষ্যত্ব নেই। শুধুমাত্র ক্ষমতার জন্য নিজের স্বার্থের জন্য সবকিছুই করা সম্ভব এই রাজনীতিতে। নিজের ভীতর ভয় ঢুকে যেতে লাগল, নিজের জন্য ভয় না; সেটা কখনো ছিলনা আমার। শুধু আব্বু আর আম্মুর কথা চিন্তা করতাম, আমার কিছু হলে এই দুইজন নিরীহ মানুষ সম্পূর্ন নিঃস্ব হয়ে যাবে। আমাকে বড় করতে অনেক কষ্ট করেছে তারা, নিজের চোখের সামনেই দেখা। কিছুটা দায়বদ্ধতা তো আমারো আছে; তাই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিলাম। কোন এককালে স্বপ্ন দেখতাম দেশটাকে নতুন কোন নেতা উপহার দেওয়ার। যে নেতাকে সম্মান করবে ইতিহাস। হিংস্রতার নমুনা আমাকে সেই স্বপ্ন বিসর্জন করতে বাধ্য করলো। এমন না যে আমি চাইনি স্বপ্ন বাস্তবায়ন করতে, কিন্তু আমি একা ছিলাম। আমার চারিপাশের সবাই ছিল ক্ষমতা লোভী, স্বার্থলোভী। তাদের মাঝে থেকে এই সুন্দর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব ছিলনা।
যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত আমি জানি এবং আমি বিশ্বাস করি তাদের অনেকের মাঝেই শুধুমাত্র ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী না হয়ে নিজের দেশের প্রতি কিছু করার জন্য রাজনীতি করছেন। সেইসব মানুষগুলা যদি একবার সাহসী কন্ঠে বলতো (শুধু মুখে বলা নয় কিন্তু, সেটা সবাই ই বলে)- কোন খুনাখুনী নয়, কোন মারামারি নয়, কোন রক্তপাত নয় আমরা শান্তির বানী প্রচার করবো। সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য কাজ করবো। সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা দেওয়ার জন্য কাজ করবো। আমাদের কোন শত্রু নেই, সব আমরা বাঙ্গালী, আমরা সবাই জাতভাই। রক্তের ভাই আর জাতভাই এর মাঝে আমরা কোন পার্থক্য করিনা, করবোনা; এই কথাগুলো যদি কোন রাজনীতিবিধ আমাকে বিশ্বাস করাতে পারতো, তাহলে আমি নিজের তার সাথে রাজনীতি করতাম। আমার ধারনা তখন শুধু আমি না, আরো অনেক অনেক তরুনরাই এগিয়ে আসতো। এবং এই তরুনদের সংখ্যা হতো এখন যত তরুন রাজনীতির সাথে জড়িত তার চাইতে অনেক অনেক গুন বেশি। দেশকে নিয়ে সুন্দর স্বপ্ন কমবেশি সবাই দেখে। কিন্তু যত যাই বলিনা কেনো, জীবন তো একটাই বস! যারা রাজনীতি করে তাদের মাঝে এরকম মনোভাব আসেনা কেনো? কেনো ভারতের দালাল আর পাকিস্তানের দালাল এই গালাগালি রেষারেষি চলতেই থাকে? আর কতকাল? একবার, শুধু একবার নিজেকে বাঙ্গালী মায়ের সন্তান ভেবে বসে না থেকে সবাইকে সমান চোখে দেখলে ক্ষতির পরিমান কি আসলেই অনেক বেশি হয়ে যাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


