ভালবাসা কি অতো দূরত্বে স্পর্শ করতে পারে!
সেদিন সময় চলছিল সমানুপাতিক হারে
হাসনাহেনার বাগানে শিউলির পদার্পন
খুব সাংঘাতিক বিষয় কিছু ছিল না,
সেদিন হাতে হাত রেখে বলা যেত সহস্র কথা
পাশাপাশি বসে থেকে ডুবে যাওয়া যেত
ভাললাগায়, পাশাপাশি বসে থাকা শুধু এ কারণে,
এক ঘরে সময় কেটে যেত অন্তহীন,
পাশাপাশি, কখনো বিচ্ছেদে আর অভিমানে,
আজ সময় পাল্টেছে অনেক
হাসনাহেনার ফুলে বিষাক্ত সর্প নৃত্য
শিউলির শরীর জুড়ে পরগাছা পোকা,
পাশাপাশির ছন্দপতন তুলনামূলক ভাবে খুব দ্রুতই
দ্রুতই শরীরে পচন ধরেছে
বাসা ভেঙ্গেছে
নির্লিপ্ততার অচেনা রঙ ধরতে না পারার হতাশায়
অভিমানি শব্দ গুলোর কান্নার জলে
সময় পাল্টেছে ব্যাস্তানুপাতিক হারে,
এতো বিশাল দূরত্বে থেকে কি স্পর্শ পাওয়া যায়!
নিরস্ত হাতে চাঁদের পানে চেয়ে থাকা
এ শুধুই নির্বাক চেয়ে থাকার আকুলতা
ভালবাসা কি অতো দূরত্বে স্পর্শ করতে পারে!
ছবি: ইন্টারনেট থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




