
হ্যালু হ্যালু। কেমন আছেন সবাই? গতকাল শুক্রবার ছিল সামহোয়ারইনের ব্লগারদের আরেকটি ফটোওয়াক। স্থান ছিল বোটানি গার্ডেন, মিরপুর।
আগের ফটোওয়াকে শুধু ম্যাক্রো তুলেছিলাম। এইবার তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ঐগুলা তুলব না। তাছাড়া শরীর, মন এবং ক্যামেরার ১২ টা বাজার ফলে ভাল কোন ছবিই তুলতে পারিনি।
তাই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বিশিষ্ট সব ব্লগারদের পোট্রেট নিয়ে।
ব্লাগারদের আপত্তি থাকলে বইলেন সাথে সাথে ছবি রিমুভ করা হবে।
১। গুরুজী, বৃষ্টি বালক, রাষ্ট্রপ্রধান, আবদুল্লাহ আল মনসুর, জিসান মামা

২। মাতৃত্ব ( ভাবি এবং তার সোনামণি - জাহিদুল হাসান ভাইয়ের )

৩। আব্দুল্লাহ আল মনসুর ভাই

৪। জাহিদুল হাসান ভাইঃ

৫। গুহামানব - ১

৬। গুহামানব -২

৭। আবারো মনসুর ভাই:

৮। আমাদের প্রানপ্রিয় মামাঃ জিশান শা ইকরামঃ

৯। আবারও রাষ্ট্রপ্রধানঃ

১০। আবারওঃ

১১। আমি ছাড়া সবাইঃ

১২। চিরসবুজ কালপুরুষ দাঃ

১৩। মনসুর ভাই ইন কিলিং একশানঃ

১৪। গুহামানব, বৃষ্টি বালক, রাষ্ট্রপ্রধান, মনসুর ভাই এবং জিশান মামা

১৫। যতই রোদ হোক, ছবি তুলবই, বৃষ্টি বালক এবং রাষ্ট্রপ্রধান

সবশেষে ইভটিজিং বিরোধী আমার প্রো পিক
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




