Honours final exam ১৮ ফেব্রুয়ারী ২০০৮ শেষ হয়েছে কিন্তু এখোনো রেজাল্ট হয় নাই। এমনকি masters class ও শুরু হয় নাই। মানে হল, ৮ মাস ধরে সবাই ঘাস কাটছি, no পড়াশুনা।
এদিকে পরের ব্যাচের মানে 4th year দের final exam শুরু হবে ৫ নভেম্বর। 3rd year দের final ও শেষ। ওরা এখন নিজেদের new 4th year বলে। যারা exam দিবে ৫ তারিখ থেকে ওরা এখন হয়ে গেছে old 4th year। আর আমরা, যাদের masters class ও শুরু হ্য় নাই, আবার আমরা এখন আর old 4th year ও না তারা নিজেদের কি বলবো? (খবর নাই) 4th year?
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্চের অক্সফোর্ড। এখানকার শিক্ষকদের ছাত্রছাত্রীদের প্রতি এমন অবহেলা কখনই কাম্য নয়।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




