ব্লগের জনপ্রিয় জ্যামিতিক, কমিক চরিত্র, ছাগুরাম তিনহাতি কিছুকাল পূর্বে এক বিরাট হুমকি প্রদর্শ করিয়াছিলেন। সক্কলেই ভুলিয়া গিয়া থাকিবেন বিধায় পোসটের সহিত তাহার এবং তাহার এক সহচরের মন্তব্যের উদ্্বৃতি দিলাম।
কাঁঠাল পাতার অপ্রতুলতায় উহা পাগলের ন্যায় গড়গড় করিয়া যাইতেছে, এবং সহাস্যে নিজেকে অতীব চালাক গোত্রের ছাগল বলিয়া দাবী করিতেছে। অধিকাংশই উহাকে হ্যাট.... ড়ড়ড়ড়ড় .... হ্যাট করিলেও, দূর পশ্চিমের এক রাখাল বালক তাহার তিন নম্বর ঠ্যাঙে ধরিয়া ঝুলিয়া থাকে প্রায়শঃই।
তিনহাতি ব্লগীয় ছাগুরাম, বিগত কুরবানীর ঈদে উহার কর্তন হইবার খায়েশ থাকিলেও দাঁতের অসম্পূর্ণতার দরুন উহাকে বিরাট ছাগলের হাট হইতে পঁ্যাদিয়ে খেদিয়ে দেওয়া হইয়াছে। ইহার পরে উহার সমগ্র মনুষ্যকুলের ওপর বড় বিরাগ জন্ম নিয়াছে। মনুষ্যকুলের ব্লগ নামক স্থানে উহা ভঁ্যা ভঁ্যা রবে ল্যাদি ত্যাগ করিতে করিতে জনমন অতিষ্ঠ করিয়া ফেলিয়াছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



