এই বলোগের শোচনীয় অবস্থায় আরও শোচনীয়তা প্রদান করিয়াছে ছাগুলক্ষণের খোয়ারছুটা অবাধ বিচরণ।
এমতাবস্থায় একখানা জরিপ চালাইবার প্রয়াস করিলে মন্দ হয় না।
ছাগুলক্ষণের ক্ষেত্রে আপনার রায় প্রদান করিবেন নিম্নরূপে:
০১. ছাগুলক্ষণকে ভোদাইচরিত্রের বলিয়া মনে করেন?
০২. ছাগুলক্ষণ কি মস্তিষ্কবিকৃত কোন এলিমেন্ট?
০৩. ছাগুলক্ষণকে কি রামছাগল ডাকা যুক্তিসঙ্গত হইবে?
০৪. আপোনাদের নিজস্ব মতামত দিতে চাহেন?
আপনারা নিজের মতামত কমেন্টের মারফত জাহীর করিতে পারেন। যে কেউ যতখুশী ততবার জরিপে অংশ লইতে পারিবেন। কোন বাধাধরা নাই। ছাগু নিজেও জরিপে অংশগ্রহন করিতে পারিবেন, তবে তাহার ভোট সর্বসম্মতিক্রমে গৃহিত হইতে হইবে।
বিদ্র : জরিপ উত্তমরূপে চালাইবার স্বার্থে যেকোন রকমের সাজেশান সানন্দে গৃহিত হইবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



