
এইতো মাত্র কিছুদিন আগে-ই কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের থেকে মুক্তি পেয়েছিলেন আনসারুল্লাহ বাংলা টিম (ABT)’র প্রধান মুফতি মাওলানা জসীম উদ্দিন রাহমানি এবং এর মাত্র কিছুদিনের মধ্যেই পতন ঘটল জঙ্গি বিরুধি আওয়ামীলীগ সরকারের ।
ব্লগার রাজীব হায়দার হত্যার হুকুমদাতা হিসেবে কারাবন্ধি ছিলেন মুফতি জসীম উদ্দিন রাহমানি। ইনিই সেই জসীম উদ্দিন রাহমানি যার নির্দেশে বাংলাদেশে প্রথম ব্লগার হত্যার উৎসব শুরু হয়েছিলো । তার প্রতিস্টিত আন্সারুল্লাহ বাংলা টিম (ABT) ২০১৩ সাল থেকে ব্লগার হত্যা শুরু করে। আন্সারুল্লাহ বাংলা টিম যখন ব্যাংক ডাকাতি শুরু করে এর কয়েকদিন পরে ২৫ মে ২০১৫, শেখ হাসিনা সরকার এদের নিষিদ্ধ ঘোষণা করে।
মানছি যে, শেখ হাসিনা খারাপের চূড়ান্ত ছিল। দুর্নীতিবাজ ছিল। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলো। গণতন্ত্রের কবর দিয়ে দিয়েছিলো। জুলুম নিপীড়ন নির্যাতনের সকল সীমা অতিক্রম করেছিলো ইত্যাদি ইত্যাদি...।
কিন্তু আওয়ামীলীগ সরকার পতনের পর পর-ই দেশ তো এখন ''Terrorist'' দের হাতে চলে গেছে। এ তো ভাষায় বর্ণনা করা যায় না। আইন শৃঙ্খলা বাহিনী নেই। দেশ জুড়ে অশিক্ষিত GEN Z জিহাদিরা তাদের Terror চালাচ্ছে। শুধু দেশের ইতিহাস ঐতিহ্য গুঁড়িয়ে দিচ্ছে না, পুড়িয়ে দিচ্ছে না, মানুষকে নির্বিচারে নির্যাতন করছে। আওয়ামী লীগ বা সরকারের সঙ্গে যারাই জড়িত ছিল, তারা নৃশংসভাবে খুন হয়ে যাচ্ছে। ব্যারিস্টার তারিন আফরোজের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা তাঁকে নির্যাতন করে এসেছে। চারদিকে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব লুট হয়ে যাচ্ছে। কারও কোনও প্রতিবাদ করার অধিকার নেই। পাল পাল অশিক্ষিত বর্বর সন্ত্রাসি দেশটাকে তাদের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। সাধারণ মানুষ ভয়ে তটস্থ।
ওদিকে ঘটা করে মসনদে বসার পাঁয়তারা করছেন কিছু ভদ্রলোক কিংবা সহজ করে বললে বি এন পি এবং জামায়াত। আর কে না জানে যে , BNP , জামায়াত হচ্ছে JMB তথা বাংলাদেশি ISIS, কিংবা, Ansarullah Bangla Team (ABT) – চিরায়ত পৃস্টপোষক।
এই যে Terror চলছে দেশব্যাপী, এতে এই ভদ্রলোকদের কিছু যায় আসে না, কারণ তাঁরা আছেন তাদের ফ্যামিলি সহ আর্মি বেষ্টিত। আছেন নিরাপদ।
হয়তো কোনও দিন আইন শৃঙ্খলা বাহিনী ফিরবে। কিন্তু উন্মত্ত উচ্ছৃঙ্খল এই GEN Z জিহাদিদের হাত থেকে দেশ কী করে বাঁচবে? এরাই তো আসল সরকার এখন। যে ভদ্রলোকেরা নতুন সরকার গঠন করেছেন, তাঁরাই বা এদের হাত থেকে কী করে বাঁচবেন?
গণআন্দোলন তো আরও দেখেছি। গণঅভ্যুত্থান আরও দেখেছি। সরকার তো আরও পড়েছে, এমন দেশ জুড়ে ভয়াবহ সন্ত্রাস তো শুরু হয়নি।
এ তালেবানি রাজত্বের চেয়েও ভয়াবহ। যেভাবে তালেবানদের ভয়ে মানুষ উড়োজাহাজের পাখায় চড়ে, চাকায় চড়ে হলেও দেশ ছাড়তে চেয়েছিল, পারলে তেমন ভাবেই এই পোড়া দেশ মানুষ ছাড়ে।
সেই মানুষরাই এই এপোক্যালিপ্টিক অন্ধকার থেকে পালাবে, যারা কিছুদিন আগে শেখ হাসিনার পতন চেয়েছিল, নতুন বেটার সরকারের আশায়, মানবাধিকারের আশায়, বাক স্বাধীনতার আশায়।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



