আমার স্কুল জীবনের বন্ধু যার আজ এ পর্যন্ত পড়ালেখা হতনা। শুধু সেই জন্য বলছি যে তার খালুর বাসায় থেকে স্কুল জীবন পার করতে হয়েছে। যদিও তার পরিবারেরও কম ছিলোনা। তবুও কারন বশত তার খালুর বাসায়ই পড়তে হয়েছে। আজ তার সেই খালুই অসুস্থ। আমি যতদূর শুনেছি তার নাকি কিডনির অংশে চামড়ার ভিতরে ঘা জাতীয় কিছু হয়েছে এবং তা ইনফেকশন ও ধরেছে। এখন সে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার বলেছে এখন যা অবস্থা তাতে তাকে অপারেশন এর জন্য প্রায় আট ব্যাগ রক্ত দরকার, যার মধ্যে জোগাড় হয়েছে মাত্র একব্যাগ। এর মধ্যে ডাক্তার বলে দিয়েছে রক্ত না যোগাড় না করতে পারলে তার বাঁচা প্রায় কস্ট সাধ্য হয়ে পড়বে.তাই জরুরী ভিত্তিতে তার অপারেশন করা প্রয়োজন আর তার জন্য দরকার রক্ত।
এখন বলি তার নিজের(রোগীর) কথা, সে ব্যক্তি জীবনে ছিলেন একটি বদ্ধ গ্রামের একজন মেম্বার। সহজ সরল ব্যক্তি আমি তার গলার স্বর কখনো আস্তে ছাড়া জোড়ে শুনিনি।
সব শেষে সবার কাছে বিনীত অনুরোধ এই যে, এই প্রায় সাত ব্যাগ রক্ত থেকে কিছু পরিমান রক্ত দিয়ে যদি কেউ সাহায্য করে তাহলেও হয়তো বাঁচানো যেতে পারে।
ব্লাড গ্রুপ- A(-) এ নেগেটিভ
রোগী- ঈয়াসিন মেম্বার
ছেলে- পিয়াস
লিফটের ৯, ওয়ার্ড- উত্তর
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল,
উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ- ০১৯৩৭১০৩০০৪, ০১৭১৬৭০৭০৯০(পিয়াস), ০১৯১১৮১৩৩৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


