দুপুরে এলাকার রাস্তা ধরে হাঁটছিলাম। লক্ষ্য করে দেখলাম, স্কুলের পোশাক পরিহিত একজন ছাত্রী ওয়ালের পাশ ঘেঁষে একেবারে কাচুমাচু হয়ে হাঁটছে। আর তারই পেছনে হাঁটছে দশ-বারো জন ছেলের একটি দল। তাদের পরনেও ধবধবে সাদা স্কুলের পোশাক।
ছেলেদের কেউ কেউ হাতে তালি দিচ্ছে। কেউ গানের কলি আওড়াচ্ছে। কেউ কেউ অশোভন অঙ্গভঙ্গি করছে। আশপাশ দিয়ে অনেকেই হেঁটে যাচ্ছেন। কিন্তু কেউই বিষয়টি ভ্রুক্ষেপ করছেন না।
ছেলেদের কাছে ডাকলাম আমি। ডাকশুনে তারা খানিকটা অবাক হয়ে তাকালো।
"কোন ক্লাসে পড়ো তোমরা?"
"নাইন এ।"
"গুড।"
"ঐ মেয়েটি কোন স্কুলে পড়ে?"
"আমাদের স্কুলেই এইটে পড়ে।"
"ভালো। তোমাদের স্কুলেরই একটা ছোটবোন তোমাদের আচরণে ভয় ও লজ্জায় কেমন কাচুমাচু হয়ে রাস্তার একপাশ ঘেঁষে হাঁটছে বিষয়টি দেখে তোমাদের লজ্জা করছে না?"
সবাই মাথা নিচু করে আছে। চোখে মুখে তাদের লজ্জার আভা ফুটে ওঠেছে। বুঝতে পারলাম, তারা লজ্জিত ও অনুতপ্ত ।
"তোমাদের সবাইকে খুব ভালো আর ভদ্র বলে মনে হচ্ছে। কিন্তু তোমরা..."
সবাই একসঙ্গে বলে উঠলো, "সরি ভাইয়া! আর কখনো করবো না।"
আমার বিশ্বাসও তাই, এই ছেলেগুলো জীবনে আর এমনটি করবে না। তাদের চোখে-মুখে আমি সেরকমটিই দেখতে পেয়েছি।
তারা যে ভুলটি করছে- আমাদের দরকার শুধু সে ভুলটি একটু ধরিয়ে দেওয়া। ভ্রুক্ষেপ না করে পাশ কাটিয়ে যাওয়া নয়। আর হ্যাঁ, শিশু-কিশোরদের কোন বিষয়ে বলতে হলে অবশ্যই প্রথমে তাদের সম্পর্কে পজেটিভ কিছু বলে নিবেন। আমি যেমন বলেছি- তোমাদের খুব ভালো আর ভদ্র বলে মনে হচ্ছে..।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



