ব্যাংকিংয়ের সনাতনী কার্মকান্ড বেশ ঝামেলাপূর্ণ।
একটা ব্যাংক একাউন্ট খুলতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। একটা মোটামুটি অংকের টাকা লাগে একাউন্ট খুলতে। রেফারেন্স লাগে। আর বেশ সময়্ও লাগে।
এইজন্য বাংলাদেশের জনগোষ্ঠীর একটা বড় অংশ ব্যাংকিং সেক্টরের বাইরে ছিলেন। বিশেষ নিন্ম আয়ের মানুষজন। ফলে টাকার ব্যবস্থাপনার ব্যাপারটি তারা ভালো বুঝতেন না।
সম্প্রতি মোবাইল ব্যাংকিং বাংলাদেশে জোরেশোরে শুরু হয়েছে। এবং ব্যাপক জনপ্রিয়্ও হচ্ছে। লক্ষণীয় হচ্ছে, বিপুল সংখ্যক মানুষ যারা এতোদিন ব্যাংকিং সেক্টরের বাইরে ছিলেন, তারা এখন মোবাইল ব্যাংকিং করছেন। কারণ এটা সহজ, ঝামেলামুক্ত এবং ব্যাংক একাউন্ট খোলা একদম সহজ।
গ্রামের সাধারণ মানুষ আজ ব্যাংকিং করছে। এবং তাদের অর্থ এখন আরো অর্থবহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




