তোমার পানেতে চেয়ে আছে দেখো-
বিশ্ববাসীর দল,
হুংকার ছাড়ো
কাঁপবে দেখো না,সাত সাগরের জল।
সত্যেরা সব জেগে উঠে দেখ্
মিথ্যার পরাজয়,
অন্যায় সব ধুঁয়ে মুছে যাক্
নবীন সূর্যোদয়।
ফাঁকা বুলিয়ান,মিথ্যুক যত
প্রতারক আছে যারা,
চুনকালি মেখে দিস্ না কেনরে
তাদের অঙ্গ সারা।
মুখোশের তলে লুকিয়ে আছে রে
আসল রূপের বাখান,
তোরি ভুলে তারা দেখাবে
দেখিস্ নগ্ন রূপের আখান।
মিষ্টি মধুর কথায় ভুলে
যাস্ নারে,ও নাদান
ইতিহাস তোরা বেমালুম হলে
আজ যারা তেল মাথান।
ওরে নচ্ছার,ওরে ইবলিশ,
ওরে খবিশের দল,
উলঙ্গ তোর নৃত্যের বোল
আর কতকাল?বল্।
স্বপ্নের ছবি দেখাস সরবি
ভেতরে যে সবি ছল্,
অন্তর থেকে শাপের আগুন
চিরকাল তোরা জ্বল্।
hamza kamal mostafa
dept. of mass communication and journalism,
du

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


