আমি বাংলা বানানে বরাবরই খুব দুর্বল। সাত নদী তের সমুদ্দুর দূরে থাকি। কিন্তু নিজের দেশ ও ভাষার প্রতি তীব্র আকর্ষণে বারবার ছুটে আসি। সেজন্যি মূলত ব্লগে আনাগোনা। বানান সমস্যার জন্য বাংলায় লিখতে কষ্ঠ হয়। ফলে ইংরেজিতে কয়েকবার পোস্ট করেছি। কিন্তু লোকজন কেমন বাঁকা চোখে তাকায়! কী আর করা। বাংলা আমার আমি বাংলার!
চেষ্ঠা করতে তো দোষের কিছু নাই।
যাইহোক, মূল কথায় আসি। অসতর্কতায় নিজের 'নিক' টি ভুল বানানে লিপিবদ্ধ করি। পরে যখন খেয়াল হলো তখন আর পরিবর্তন করতে পারছিনা। অসংখ্য বার নোটিশ দিয়েছি। অভিযোগ জানিয়েছি। কিন্তু কিছুতেই আর কিছু হচ্ছেনা। ভুল নিকে আমার নিজের কোনো সমস্যা হচ্ছেনা। কিন্তু পাঠকেরা বিরক্ত হচ্ছেন। 'মানুষ' নামের একজন তো সোজাসাপ্টা বলেই দিয়েছেন:
''মানুষ বলেছেন: আপনার নিজের নিকের বানানইতো পারফেক্ট না। আপনার কাছ থেকে ক্যামনে টিপস নিই।''
''লেখক বলেছেন: ভুল বললেন ভাই। নামে কিছু যায় আসেনা। নাম যার যেরকম ইচ্ছা সেরকম নিতে পারে। যাক, তারপর ও আপনি যখন আপত্তি করেছেন ভুল বানানের জন্য তখন কি আর করা। 'শুখি' থেকে 'সুখী' হয়ে যাব! ধন্যবাদ আপনাকে। জীবনে সুখী হোন!''
আমি এখন আর ভুল বানানের নিকের ভার বহন করতে রাজি নই।
অতএব, জনাব মডারেটর বৃন্দ! আমার ভুল বানানের নিক পরিবর্তন করে আমার প্রস্তাবিত নাম বহাল করার সব রকম ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১২ সকাল ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




