ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হাতে ঐতিহ্যবাহী এম সি কলেজ ছাত্রাবাস পুড়িয়ে শতবর্ষের ঐতিহ্য বিনষ্ঠের ন্যক্কারজনক ঘটনায় ব্রিটেনে বসবাসরত সাবেক ছাত্রনেতারা সম্প্রতি এক তাৎক্ষণিক সভায় মিলিত হন। লন্ডনের স্হানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় উপস্থিত সাবেক ছাত্রনেতারা ছাত্রাবাস পুড়ানোর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাবেক ছাত্রনেতাদের মধ্য বক্তব্য রাখেন সর্বজনাব আব্দুল করিম জলিল, কাওসার হোসেন কোরেশী, সৈয়দ তোফায়েল হোসেন, সুলতান আহমেদ, রাজু মুহাম্মদ শিবলী, আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া, এফ কে এম শাহজাহান, কাজী ফয়জুল ইসলাম পারভেজ, ডাঃ সুমন আহমেদ, ডাঃ আলী জাহান, সৈয়দ মোবাস্বির হোসেন আসিফ, সৈয়দ শাকিল আহমেদ, রুহেল আহমেদ, মুফাজ্জল আহমেদ চৌধুরী, সুমন আহমদ সিদ্দিকী, লুৎফুর রহমান সাদিক প্রমুখ।
সভায় বক্তারা এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করেছেন। বক্তারা বলেন, যে বা যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি না দিলে সর্বস্তরের সিলেটবাসীর প্রাণের দাবীর প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




