somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

হাসান আল জামী এর বাংলা ব্লগ

আমার পরিসংখ্যান

হাসান আল জামী
quote icon
আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

চাটুকার

লিখেছেন হাসান আল জামী, ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪



চারিদিকে চাটুকার
খুঁজে ফেরে হাঁটু কার
খোলা আছে ; চাটবে !

হাঁটু যদি মন্ত্রীর
হাঁটু যদি নেত্রীর,
তাহলে তো কথা নাই !

চেটেপুটে বেলা তার
মজমা ও মেলা তার -
খেলা তার কাটবে ।
বুকে সুখ ফাটবে !
:P বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

তোমার চোখের দীপ

লিখেছেন হাসান আল জামী, ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

আলুথালু রোদের ভিতর
তোমার চোখের দীপ রিনিঝিনি রিনি
নূপুরের সুর ভাজে ;
দুপুরের আড়ভাঙা নদী !

চোখের উজানে কিছু মেঘ
বোধের উঠোন ভেঙে তারাদের মাঠে
নেমে যায় অনুবার ;
ভরাসুর পাখিদের ডানা !

গোধুলির ধুলিকণা ওড়ে
তোমার চোখের দীপ - তারার প্রপাত
অরূপাক্ষ ; ছায়া দেয়
বুকের বিসারে এলোমেলো । বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

বসন্ত এসেছে

লিখেছেন হাসান আল জামী, ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬


শিশিরের স্নিগ্ধতা রক্তে মেখেছি ; প্রেমের স্পর্ধার গড়া !
ঝরা বকুলের পাঁপড়িতে কামদাহ - হৃদয়ের
রোদ-ছায়াছায়া ; রাতভর চুম্বনের
চিহ্ন জেগে আছে !
এখন বসন্তকাল...................

জলফড়িং-এর ডানায় নেচে
উড়ে যাচ্ছে রোদ, গোলাপ-রেণুর রঙ
ছড়ায়ে ছিটায়ে । রোদেরও সঙ্গীত আছে, সুর -
স্বরলিপি আছে, নিজস্ব নূপুর আছে ; কৃষ্ণচূড়ার ডালে
দোল খাওয়া... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

এই শীতে

লিখেছেন হাসান আল জামী, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০



শীতের শিশিরে এতো জলরাগ - এতো সমারোহ
আমাদের ঘরের চাতাল ভিজে গেছে ।
রাতভর ঝিঁঝিদের গান ; জেগে আছি..........
তোমার চুড়ির সুর এতোটা নিবিড় -
দূরের বাগান থেকে এখনো গোলাপ রোদ রিনিঝিনি বাজে ।

এই শীতে কুয়াশার বৃষ্টিতে ভিজে
যতোই আরক্ত হই, তোমারে আঁকবো প্রিয়তমা ;
দূরের দিগন্ত ঘেঁসা আকাশের পটে
কতো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

জীবনের যাবতীয় ভুল

লিখেছেন হাসান আল জামী, ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

বেদনার সব ছবি নির্নিমেষ বুকের গভীরে জেগে থাকে,
নিরন্তর এপাশ ওপাশ করে,­ শুয়ে বসে সময় কাটায় ;
চােখের পাতায় নামে, কখনোবা মাঝরাতে ঘুম কেড়ে নেয়­
বুকের বিথারে খরতাপ - জ্বলে ফুলশরে আহত আগুন !

ঝরা পাতা বিভোল বিরলে বৃত পতনের শব্দ খুঁজে ফেরে -
নিকষ নৈশব্দ আরো বেশী গাঢ় হয় ! আমার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

দিগন্তে নিভৃত ডানা

লিখেছেন হাসান আল জামী, ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

আমার উঠোনে রাঙাঠোঁট পাখিদের কোলাহল,
বুকের বিথারে ভরা-কটালের রাত জেগে থাকে -
রজত রোদের রঙ !  তারাঝরা ফাগুনের রাগে
কোজাগর চাঁদ নামে ; প্রগাঢ় সুখের সুর - রাকা ।

জলের বিভায় হৃত বিকেলের এলেবেলে মাঠে
নদীরা অনঙ্গ নাচে ; আমার হৃদয়ে রোদসীর -
সুরায়ত মেঘালাপ ! মেঘেদের চলছবি ছুঁয়ে
জীবনের বেলা যায়, হলুদ পাতার রঙ-আঁকা । 

এখানে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

রোদ্দুরে যদ্দুরে

লিখেছেন হাসান আল জামী, ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

রোদ্দুরে যদ্দুরে চোখ যায়,
দিনভর বরষার নৃত্যের মুদ্রায়
বৃষ্টির মতো ঝুম
রোদ নামে নির্ঘুম !

এই রোদে রোদভাঙা দুপুরে
নিরবতা সুনসান সুর ভাঁজে নূপুরে
পাখি-সখি সব চুপ
পাতা ঝরে টাপটুপ !

রোদ্দুরে তীর ছোড়ে - টংকার,
এই তাপে দৌড়াবে, এতো রঙ ঢঙ্ কার ?
জল-ছায়া মুকুরে
ডুব দেবো পুকুরে !
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

রোদের ব্যালকনিতে

লিখেছেন হাসান আল জামী, ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

রোদের ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের রঙ মেশানো চা খাচ্ছিলাম,
বিকেলের নদীটা উচ্ছল ; খুব জল তর তর !  চায়ের চুমুকে উঠে এলো....
সহসা থমকে গেলো জলের নূপুর - জলারতি । আমার ঠোঁটের ভাঁজে
সুরালাপ, নক্ষত্রের বৃতি ; সপ্তসুরে বেজে উঠে হৃদয়ের সীমানা অবধি ।

একটি মায়াবী গাঙচিল - উড়াল মেঘের রোদ, ইতিউতি উড়ে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

শ্যাওড়া গাছের ভুত

লিখেছেন হাসান আল জামী, ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪২

শ্যাওড়া গাছের ভুত
এমন কি অদ্ভুত !
আরও তো ভুত আছে ।

পেত্নী যদি ডাকে
পেত্নীতলার বাঁকে -
কেউ কি থাকে গাছে ?

আমি তো একপায়ে
দাঁড়িয়ে আছি না'য়ে ।
জোছনা মাখা রাতে
বটতলাতে যাবো -

কোন লগনে পাবো ? বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২২০ বার পঠিত     like!

পৃথিবীর সব রূপ

লিখেছেন হাসান আল জামী, ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৫:১০

পৃথিবীর সব রূপ, সব রঙ রস
পাহাড় জলধি নদী মেঘের কথন,
হৃদয়ের চারিভিতে - রাজে ; প্রীতরস
প্রেয়সীর পারিজাত চোখের মতন ।

নক্ষত্রের জ্বরে ক্রান্ত জোনাকীরা জ্বলে
ছায়ানুপ ; মেঠোচাঁদ অলকের পাখি
রূপালী তারার দেশে ফিরে যাবে বলে -
দিগন্তে দীঘল রাখে নিরাকুল আঁখি ।

চোখের বিথার জুড়ে ছড়ানো বাগান
প্রকৃতির ক্যানভাস - আঁকা সুরে সুরে
কবিতার করপুটে জীবনের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!

তুমিও কি জনাতিগ - ফিরবে রাধিকা !

লিখেছেন হাসান আল জামী, ১৮ ই জুন, ২০১৫ সকাল ৯:২৭

সব মুছে যাবে........
বারোয়ারী হিসাব-কেতাব ; জীবনের চলছবি !

একদিন ঝুম
বৃষ্টির ভেতর থেকে গাঢ় -
হৃদয়ের রঙ-লাগা মেঘ ঝরে গেলে,
সহসা ছিটকে পড়া নক্ষত্রের নদী
তোমার চোখের জলে - নিরালোক -
                                     নৈঃশব্দ, মুখর এঁকে দেবে ।

জলের জঘন থেকে
উড়ে যাবে রোদে লীন রোদসীর ছায়া -
পাখিদের নিরাকুল চোখ !
অথচ তখনো কিছু... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৩৪৯ বার পঠিত     like!

বৃষ্টি মানে ছন্দ

লিখেছেন হাসান আল জামী, ২৬ শে মে, ২০১৫ রাত ১১:৫০

বৃষ্টি মানে ছন্দ !

বৃষ্টি মানে সুরের তরী
চোখের ভাঁজে ইলশেগুঁড়ি ;
তোমার ঠোঁটে কনকরেণু -
                         জল-সোহাগের গন্ধ ।
                                  বৃষ্টি সুরানন্দ  !


উজান গাঙে ঢেউয়ের আঁচল
ভিজলে জলের অঙ্কে -
তোমার বুকের আঁচল ডাকে
রঙধনুকের রঙকে !
                               


জলকে আসে জল-কুমারী
আকাশ জুড়ে মেঘের শাড়ি  ;
তোমার বুকে ইচ্ছে পরাগ -
                      চোখের বাঁকে দ্বন্দ ।
                              বৃষ্টি মানে ছন্দ !... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৭৬১ বার পঠিত     like!

ছুঁয়ে দেখো

লিখেছেন হাসান আল জামী, ১০ ই মে, ২০১৫ সকাল ৯:০৭

বুকের বিভাস ছুঁয়ে দেখো !
ভোরের বকুল ভেজা ফাগুনের রোদে -
রোদসীর ধুলো জল, ধুপছায়া জাদু
তোমার হৃদয়ে রোদ - রঙ্গনের সুর মেখে দেবে ।


চোখের গভীরে চোখ রাখো !
সাত-ঋষি তারাদের সজীবতা মাখা
কবিতার ভিটেমাটি আমার শহর -
তোমার সুখের সিঁড়ি, সুরের প্রাসাদ হয়ে যাবে ।



আমার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

তোমার আয়ত চোখ

লিখেছেন হাসান আল জামী, ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৯

আমার উঠানে জলরঙ পাখিদের কোলাহল -

বুকের বিথারে ভরা কটালের রাত জেগে থাকে ।

পাতাঝরা ফাগুনের মাঠে কোজাগর চাঁদ নামে

রজত রোদের রঙ , তোমার আয়ত চোখ - রাকা ! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

হৃদয়েরর রেখা

লিখেছেন হাসান আল জামী, ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

করতলে হৃদয়ের রেখা -
বিষাদের গাঢ় মেঘ ;যুথবদ্ধ পাখিদের সাথে -
সেইকবে - কবিতার বুনোসুর ,
সুরের বিভাস উড়ে গেছে !

অথচ জলের রঙ নদী -
তোমার আয়ত চোখ ; হৃদয়ের চলসাজি খুলে -
এখনো গোলাপ রেণু,  ঘাসফুল -
রোদের বিকেল খুঁজে ফেরে ! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৪৯০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ