somewhereinblog ব্লগগুলো পড়তে এসে আজ আমি যারপরনাই অভিভূত ।
একসাথে এতগুলো বান্দরের খেলা দেখে যে কেউই মিরপুর চিড়িয়াখানা ভ্রমন recall করবেন । হা হা.... চিড়িয়াখানার বান্দরগুলোর তুলনা হয়না ।
এখানকার বেশীর ভাগ পারফরমার বান্দর তাদের কবি প্রতিভার প্রকাশ ঘটিয়েছে। অন্যদিকে দু একজন সেই পথে পা না বাড়িয়ে সঙ্গীত(সাথে নাচ হলে ভাল জমতো),কল্পবিজ্ঞান, ছোট গল্প ইত্যাদির মাধ্যমে নিজ নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন ।
সে যাই হোক, চিড়িয়াখানার বানরগুলোর খেলার চেয়ে এখানকার বানরগুলোর খেলা ঢের ভাল হয়েছে বলবো, সত্যিকার অর্থেই entertaining । দিনভর সম্মিলিত বান্দর খেলার জন্য আমি হদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই শোমচৌ কে । তিনি যদি বান্দর সকলকে বিদেশী কলার লোভ না দেখাতেন তাহলে আমরা এই মেগা বিনোদন থেকে নিশ্চিত deprived হতাম ।
ধন্যবাদ সম্মিলিত বান্দর সকলকেও । বিজয়ী বান্দরের অপেক্ষায় থাকলাম ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



