দু:খজনক ব্যাপার এই যে, বড় বড় উদ্যোক্তা/মিলিওনিয়ারগণ তাহাদের শিক্ষাজীবন শেষ করিতে পারেন নাই। আমাদের দেশিয় রাজনীতিতে যেটাকে বলা হইয়া থাকে, মেট্রিক ফেল। যদিও মেট্রিকফেলগনই পরবর্তীতে সমাজে/রাষ্ট্রে সমাদ্রিত হইয়াছেন। এমন বাস্তবতায় দুইখানা ব্যাচেলর ডিগ্রী এবং তিনখানা মাষ্টার্স ডিগ্রী লইয়া আমি কি করিব - তাহা বড়ই চিন্তা উদ্রেককারী বিষয়। তবে বড় উদ্যোক্তা হইতে না পারিলেও জীবিকার্জনে একখানা পেশার ব্যবস্থা নিশ্চয় হইবে- আমি বড়ই আশাবাদী। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ছোট্ট একখানা কফিশপের মালিক হইবার লাজুক ইচ্ছে মনের কোণে বসবাস করে। কফি বেচিয়া জীবিকার্জনে আগ্রহ নাই- ব্যবসা লাটে না উঠিলেই হইলো। লোকমুখে শুনিয়াছি লাটে উঠার ব্যাপারটা খুব বেশি একটা সুবিধার না।
সারাদিন কোম্পানির ঘানি টানিবার পরে সন্ধ্যাবেলায় কফিশপে মালিক মালিক ভাব নিয়া ঢুকিবার স্বপ্ন প্রায়ই দেখি। এক কোনায় বসিয়া বন্ধু বান্ধব লইয়া আয়েশ করিয়া কফি গিলিব, সাথে চিকন গলায় অঞ্জনের বেলাবোস, কাঞ্চনজঙ্গা। উঠি উঠি করিয়াও আরেকটুকু বসিবার সুতীব্র বাসনা। আহ, লাইফ ইজ বিউটিফুল।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


