আলোর আঁধারের তরে নিমন্ত্রণ
[FB caption : Approach of darkness towards light]
আমি লিখতে পারি না বেশ অনেকদিন হলো। এখন চেষ্টাও করি না তেমন। কলমের সাথে হাতের ভুল বোঝাবুঝি থামলে হয়তো আবারো লেখা শুরু হবে।
শেষ ৭-৮ মাস এই যান্ত্রিক শহরে থেকে দম বন্ধ হয়ে যাচ্ছিল, এই দশমীর দিনে তাই পরিবারের ছোট-বড় সবাইকে বেশ ক্ষেপিয়ে দিলাম ঘুরাঘুরির জন্য। সবার সময়টা বোধ হয় আমার মতোই গুমোট যাচ্ছিল... বেশ আয়োজন করেই হুট করে প্ল্যান নিয়ে নিলো সবাই। ভাওয়ালের বনে যাওয়ার পর সবুজ আমাকে জড়িয়ে রেখেছিল ওর সাথে... প্রকৃতির আলিঙ্গনে হতবাক হয়ে আনাড়ি হাতে তুলে এনেছিলাম সবুজের কিছু স্পর্শ। যাতে যান্ত্রিকতার মাঝখানেও ছুঁতে পারি ঐ সময়টা। ঐ টুকরো টুকরো স্বপ্নিল সময়গুলো সবার সাথে ভাগ করে নিচ্ছি...
দুরন্ত সূর্যের উঁকি
[FB : peep of the witty sun]
ডোরাকাটা প্রকৃতি
[FB : stripes of nature]
একাকিত্ব
[FB : isolationism]
অপ্সরীর সাজ
[FB : nature's vase]
[বি:দ্র: ফেসবুক এর এ্যালবামে যে নাম দিয়েছিলাম ঐ ক্যাপশনগুলোও দিলাম। বাংলা ক্যাপশনগুলো আক্ষরিক অনুবাদ হিসেবে দেই নি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১১ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



