
স্কটল্যান্ডে নববর্ষ বরণ শত শত বছর ধরে এখানকার অন্যতম বড় উৎসব। যুক্তরাজ্যের অংশ হলেও স্কটল্যান্ডের নিজস্ব সংস্কৃতি কিংবা স্বকীয়তা আছে। সে সব নিয়ে তাদের মধ্যে আলাদা একটি অনুভূতিও কাজ করে।
স্কটল্যান্ডে নববর্ষ বরণের উৎসব বা ফেষ্টিভ্যাল ইউরোপের অন্যতম বৃহৎ পথ উৎসব। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় এই উৎসবে যোগ দিতে ইউরোপের বিভিন্ন দেশের পর্যটকরাও আসেন। এমনিতে এখানে ডিসেম্বর মাস জুড়েই চলতে থাকে মেলা।
বিদেশী ট্যুরিষ্টদের আকর্ষণের জন্য ইউরোপের প্রতিটি দেশই বিভিন্ন উপায় অবলম্বন করে। এর মধ্যে অন্যতম হল ফেষ্টিভ্যাল। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় প্রতিবছর আয়োজন করা হয় এরকম দুটি ফেষ্টিভ্যাল।
বছরের আগষ্ট মাস জুড়ে হয় ফ্রিন্জ ফেষ্টিভ্যাল বা পাঁঢ় উৎসব। এটি স্কটল্যান্ডের সবচেয়ে বড় ফেষ্টিভ্যাল। আগষ্ট মাস এখানকার সামার বা গ্রীষ্মকাল। এ মাসেই পুরো যুক্তরাজ্যে আবহাওয়া সবচেয়ে গরম থাকে। তাই আগষ্টের ফেস্টিভ্যালে প্রচুর হাজার হাজার বিদেশী পর্যটকের আনাগোনা দেখা যায় এখানে।
তবে ফ্রিন্জ ফেষ্টিভ্যালের চাইতে হগম্যানী ফেষ্টিভ্যাল কিছুটা ব্যতিক্রম। যেহেতু বর্ষবরণ অনুষ্ঠান তাই এখানে ফায়ার ওয়ার্কের বিশেষত্ত্ব দেখা যায়। এছাড়া বিভিন্ন ব্যান্ড পার্টি, স্কটিশ ব্যাগপাইপার এবং রক ষ্টারদের অংশগ্রহণ থাকে হগম্যানীতে।
করোনা মহামারীর কারণে গত দুইবছর এখানে বর্ষবরণ উৎসব আয়োজন করা হয়নি। তদুপরি এবারের বর্ষবরণের ক্ষণে ছিল প্রচন্ড ঠান্ডা, শৈত্য প্রবাহ এবং বৃষ্টি। তবে এর কোনটিই আটকে রাখতে পারেনি স্কটিশদের। রেইনকোট, ছাতা কিংবা হুডি জ্যাকেট পরিধান করে হাজার হাজার দর্শক উপস্থিত হন সন্ধ্যা থেকে মধ্যরাতব্যাপী অনুষ্টানে।
এখানে আবার টিকেট কেটে প্রবেশ করতে হয় মুল অনুষ্টানস্থলের অভ্যন্তরে। সাধারন টিকেটে শুধু প্যান্ডেলের অভ্যন্তরে প্রবেশ করা যায়। ওপেন এয়ার কনসার্টের জন্য আলাদা টিকেট কিনে নিতে হয়। নির্দিষ্ঠ সংখ্যার বেশি টিকেট বিক্রি করা হয় না। আবার এয়ার কনসার্টের জন্য আলাদা কয়েকটি প্যান্ডেল তৈরি করা হয়। টিকেটের দামেও থাকে তারতম্য।
রাতে মদ খেয়ে খেয়ে মাতাল হয়ে পড়েন কিছু দর্শক। কিন্তু মাতলামী করতে দেখা যায় খুবই কম লোককে। সবচেয়ে বড় কথা হল মদ খেয়ে মাতাল হয়ে মারামারি কিংবা অন্যদের বিরক্ত করতে কাউকে দেখা যায়না বললেই চলে। নিরাপত্তারক্ষীরাও সদা তৎপর থাকেন এসব অনুষ্ঠানে। পর্যাপ্ত পরিমানে পুলিশ নিয়োগও করা হয় সাধারনের নিরাপত্তায়।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



