আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? একজন পাদ্রী দুটি শিশুকে নিয়া দাড়িয়ে আছেন। এমনটি মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু যদি বলি লোকটি একজন ডাক্তার আর মেয়েটি হল ঐ ছোট্ট শিশুটির মা! তাহলে কি আশ্চর্য হবেন? অবশ্য হওয়াটাই স্বাভাবিক।
মেয়েটির নাম Lina Medina। পেরুর এই মেয়েটির যখন মাত্র ৫ বছর বয়স, তখন তার পিতা-মাতা একদিন তাকে হাসপাতালে নিয়ে যায় পেটে টিউমার হয়েছে সন্দেহে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর যানা যায় সে অন্ত:স্বত্ত্বা। অত:পর মাত্র ৫ বছর ৭ মাস ১৭ দিন বয়সে ১৯৩৯ সালের ১৪ মে Dr. Gerardo Lozada 'র তত্বাবধানে Lina ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়।
সন্তানের নাম রাখা হয় Gerardo। ১০ বছর বয়স পর্যন্ত সে জানতো Lina তার বড় বোন। মাত্র ৪০ বছর বয়সে bone marrow সমস্যায় ভুগে Gerardo মারা যায়। কিন্তু সে তার পিতৃ পরিচয় জেনে যেতে পারে নি। Gerardoর পিতা হিসেবে Linaর বাবা, মানসিক ভারসাম্যহীন বড় ভাই এবং এক চাচাকে সন্দেহ করা হয়। কিন্তু Lina এ ব্যাপারে কোন দিন মুখ খুলেনি।
Gerardoর জন্মের ৩৩ বছর পর, ১৯৭২ সালে Linaর বিয়ে হয় এবং তার দ্বিতীয় সন্তান জন্ম লাভ করে। বর্তমানে তারা পেরুর লিমা শহরে বসবাস করছে।
তথ্য সূত্র - উইকিপিডিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




