বছর ঘুরে শীত চলে এলো
দলবাঁধা ভ্রমনক্লান্ত সাইবেরিয়ান আর ইওরেশিয়ান পাখিদের দল
উচ্ছল বিশ্রামে বাসা বাধেঁ জলাশয়ে
আমিও শীতের পাখি
সেদিনও তোমার ছিলাম
আজ অন্যের জলাশয়ে
তোমার স্মৃতি পকেটে করে নিঃস্বের মত পথে ঘুরি
তুমি বিশ্বাস করো আর নাই করো
আমার চোখে জল ঝরে
কি প্রতিশোধ!
তুমি আমায় হত্যা করেছো
কাউকে এত বেশি ভালবাসতে নেই
কাউকে এতখানি মমতায় ভোলাতে নেই
যেন আর সব প্রেম ভালোবাসা তুচ্ছ মনে হয়
তুমিই একমাত্র প্রেমিময়ী নও
নও মমতার একমাত্র দেবী
আমি স্বাধীনভাবে আবার ভালোবাসতে চাই।।
আমি লেখক বা কবি নই। ভাষা আর অভিব্যক্তিতে, তাল-লয়-ছন্দে ভিষণ দূর্বল। তবু তার ছবি, স্মৃতি আর রবি ঠাকুরের "দেয়া হলোনা যে আপনারে, এই ব্যথা মনে লাগে..." শুনতে শুনতে এই লাইনগুলো লিখে ফেললাম। কিছুই ভালোলাগছেনা, লেট ইট বি ফিনিশড, এনাফ কমপেনসেশন হ্যাজ বিন মেড... আই কান্ট গো এনিমোর। লেট দেয়ার বি ডেথ!
ছবিঃ আমার তোলা, জেইউতে গত শীতে শীতের পাখি দেখতে গিয়ে। কালভার্টের পাশে পাশাপাশি বসে, বুনোফুল দু'জনার হাতে। হায় দিন, হায় স্মৃতি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




