রাস্তায় প্রচুর জ্যাম। বাসেও প্রচুর ভীড়। একটি বাসের ভেতর একজন বয়স্ক লোক ও একজন যুবকের মধ্যে কথা হচ্ছে।
- এই ছেলে তোমার নাম কি?
- আবির।
- আরে! আমার ছেলের নামও তো আবির! তা তোমার বাড়ি কোথায়?
- দর্শনায়।
- আরে! আমার বাসাও তো দর্শনায়! আচ্ছা, দর্শনার কোন জায়গায় তোমার বাসা?
- চিনির মিল আছেনা?
- হ্যাঁ।
- ওখানেই আমার বাসা।
- আরে, আমার বাসাওতো ওখানেই! তা ওখানে কোন বাসাটা তোমাদের?
- চেয়ারম্যানের বাসার তৃতীয় তলার ২নং ফ্ল্যাটে থাকি।
- আরে, আমিও তো ওই বাড়ির তৃতীয় তলার ২নং ফ্ল্যাটেই থাকি! কি আশ্চর্য!
এবার পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক তাদের এই
কথাবার্তা শুনে রেগে গিয়ে বললেন, 'আরে ভাই কি ফাজলামো করছেন? একই বাড়িতে থাকেন, অথচ একজন আরেকজনকে চেনেন না! এ কেমন ইয়ার্কি?
তখন লোকটি হেসে বলেন, 'আরে ভাই চেতেন ক্যান? দেখতাছেন না জ্যামে পড়ছি? তাই বাপ বেটা কথা কইয়া সময়টা কাটাইতাছি।'
.
আমাদের অবস্থা হয়েছে উপরের কৌতুকের মত। যতই সমস্যা আসছে না কেন দেশে, যতই চাপে থাকি না কেন, কেমন করে যেন সবকিছুর সাথে মানিয়ে নিচ্ছি! আল্লাহ তায়ালা এই জাতিকে খাপ খাইয়ে নেয়া, মানে অভিযোজন ক্ষমতার এক বিস্ময়কর উদাহরণ হিসেবে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



