কারণ ছদ্মবেশীরা খুব বেশি তৎপর।
মানবতার নামে, মানবিকতার নামে
গলায় সাইনবোর্ড।
কাজের কাজ শুধুই কাগজে।
অথচঃ
সাইনবোর্ড বিহীন অনেকে নীরবে-নিভৃতে
কাজ করে যাচ্ছে একাগ্রচিত্তে।
পুরস্কারের লোভ-লালসাকে বিদায় দিয়ে
এগিয়ে যাচ্ছে শুধু
জয়ী হওয়ার প্রত্যয়ে।
তাদের অবদানকে খাটো কিংবা
অবহেলা করাও
মানবতা বিপর্যয়ের বড় কারণ।
তাইতো 'কিন্তু'র অবতারণা.....
আর কতদিন?
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




