ছেলেটি এখনও আমাকে এড়িয়ে চলে..........(১)
Click This Link
আমার মনের মানুষকে কাছে পেতে নতুন ফন্দি আটলাম। যেহেতু সে ভালো ছাত্র ছিল তাই তার কাছে প্রাইভেট পড়তে চাইলাম। আমি বলাতে সে রাজি হলো না। আমরা পারিবারিকভাবে ঘনিষ্ট থাকায় বাবাকে দিয়ে বলালাম। আমার বাবাকে সে সরাসরি না বলতে পারল না; তবে সময় নিল।
আমি আনন্দে ছিলাম। কারণ জানতাম সে আমাকে ফিরিয়ে দিলেও আমার বাবাকে ফেরাতে পারবেনা। নিজেকে আপন মনে সাজাতে লাগলাম। প্রিয় মানুষকে, প্রিয় পুরুষকে খুব কাছে পাওয়া পাওয়া যাবে ভেবে আপ্লুত হলাম।
প্রথমদিকে সে আমাদের কিছু জানালো না। এড়িয়ে যেতে লাগলো। কয়েকবার সময় নিলো। আমি আশান্বিতই ছিলাম।
কিন্তু কথায় আছে, বেশি পেতে চাইলে কষ্ট পেতে হয় বেশি
আমার ক্ষেত্রেও তাই ঘটলো।
প্রায় মাস খানেক পর সে আমাদের বাড়িতে আসল। বাবা-মা কেউ ছিলেন না। আমি তাকে তার অনিচ্ছা সত্ত্বেও আমার রুমে নিয়ে বসালাম।
কিছুটা সময় নিয়ে সে বলল, প্রাইভেট পড়াতে তার আপত্তি নেই; তবে ছেলেদের ক্ষেত্রে; মেয়েদের নয়। কারণ হিসেবে সে জানালো, মেয়েদের পড়ানোর ব্যাপারে ছাত্রশিবিরের কিছুটা বিধি-নিষেধ এবং সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে।
আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। চোখ দিয়ে দরদর করে জল বেরিয়ে গেলো।আমার আশা এবং স্বপ্ন যে পূরণ হচ্ছে না সেটা বোঝা যাচ্ছিল। হতাশ হলাম, ব্যাথিত হলাম; ক্ষুব্ধও হলাম।
তবে পরাজয় মেনে নিতে রাজি ছিলাম না। কারণ আমিও যে সুন্দরী, জেদী, অহংকারী।
(চলবে)
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




