সুনামগঞ্জে ছাত্র শিবিরের সাবেক এক উপজেলা সভাপতি এবং জামায়াত শিবির বনাম রাজাকারদের মুখপত্র দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি কয়েক মাস আগে অনলাইন নিউজ শীর্ষ নিউজে নিয়োগ পেয়েছেন। নানা চেষ্টা তদবির করেও তিনি ভালো কোন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিত্ব না পেয়ে তিনি মনে মনে সুনামগঞ্জের প্রথম শ্রেণীর সাংবাদিকদের উপর ক্ষুব্দ হয়েছেন। তাই অন্যরকমভাবে সাংবাদিকদের সঙ্গে অসুস্থ প্রতিযোগিতায় নেমেছেন তিনি। ওই অনলাইনে তিনি সুনামগঞ্জের কারেন্ট ইস্যুগুলোকে অতিরঞ্জিত করে প্রকাশ করছেন। কারেন্ট ইস্যুগুলোকে ১০জন আহত হলে ১শ জন সুরমা নদীর পানি বিপদসীমার ১ফুট বাড়লে ৩ফুট, সকালের ঘটনা বিকেল দেখিয়ে এমনই বাড়িয়ে রিপোর্ট পাঠান তিনি। আর শীর্ষ নিউজও ছাত্র শিবিরের ওই ক্যাডারের নিউজ এডিট না করে হুবহু পেস্ট করে দিচ্ছে। সুনামগঞ্জে ওই প্রতিনিধিকে বুঙ্গা সাংবাদিক ডাকা হয়। শীর্ষ নিউজে তিনি বুঙ্গা নিউজ পাঠানোতে শীর্ষে আছেন। তার এমন বুঙ্গা রিপোর্টে অন্য চ্যানেলের ও অনলাইন নিউজের সাংবাদিকরা ভয়ে থাকেন কোন সময় তার প্রতিষ্ঠান ওই বুঙ্গা সাংবাদিকের বুঙ্গা রিপোর্টে টেঙ্গানি দেয়।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১০ সকাল ১০:৫৫