আমার অফিসটা গায়িকা মমতাজের বাসার সাথেই, তার আদেশ মত আমরা ইলেক্ট্রিসিটি চলে গেলেও ১১টার আগে জেনারেটর ছাড়িনা..কারণ এতে গায়িকার ঘুমে ব্যাঘাত ঘটে। এত্তক্ষণ কোনরূপ ভ্যাকুম টাইট হয়ে থাকতে থাকতে মেজাজ চরম বিলা। এর উপর সব পিওনদের (আমাদের অফিসে বলা হয় অফিস এ্যাসিস্টেন্ট, যেখানে আমি কিনা এ্যাসিস্টেন্ট[ টু ন্যাশনাল কো অর্ডিনেটর!) জ্বালায় বাচিনা........সবাই ইদের বকশিষ চায়..! আমি নিজেই কাংগাল...আবার বকশিষ!!! ২০০ টাকা করে ৩ জন কে ৬০০ টাকা দিলাম। আজ হাতে কাজ কম। কাল অফিস হয়েই ছুটি। ১৯ তারিখ থেকে মাস্টার্স ফাইনাল। আফিস থেকে ঈদের ছুটি ছাড়া পরীক্ষার জন্য আর কোন ছুটি পাচ্ছিনা..।টেনশন আর মেজাজ খারাপ সব এক সাথে মিলে আমি খুই ত্যাক্ত বিরক্ত!! সত্যি ভালো লাগছেনা...।একটা অবকাশ খুব দরকার......সব দিকের টানাটানি তে খুবই অসহায় লাগছে নিজেকে। এইসব চিন্তা করতে করতে যখন মুড ভালো করতে সামু তে বসলাম,,,ঠিক তখনই এডুকেশনের ফিরোজা আপা এলেন,....।বয়স ৫৮ এর মত। খুবই সরল টাইপের মানসিকতা সম্পন্ন একটা মানুষ। হাতে করে আনলেন একটা মালা.....আমার জন্য!!! খুব সামান্য উপহার..কিন্তু,,, এরই মাঝে আছে আপার মমত্ব বোধ, আদর আর আমার উপর তার অধিকারের দাবি। মনটা ভিষণ ভালো হয়ে গেল.....এত মানুষ, এত কাজের ভিড়ে...কেউ তো একজন.....অচেনা, অজানা.........তাতে কি......আমার জন্য তার জীবনের কয়েক সেকেন্ড নষ্ট করেছে! জীবনের খুব ছোট ছোট পাওয়াগুলোই জীবনকে রাংগিয়ে তোলে.......।আমি কখনোই জীবনের কাছ থেকে বড় কিছু আশা করিনা..করিনি, করবওনা।এই তো ভালো আছি.....সুখে আছি.....।
আলোচিত ব্লগ
পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়
আপনারা হাদি হতে চেয়েছিলেন, অথচ হয়ে গেলেন নিরীহ হিন্দু গার্মেন্টস কর্মীর হত্যাকারী।
আপনারা আবাবিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে চেয়েছিলেন, অথচ রাক্ষস হয়ে বিএনপি নেতার ফুটফুটে মেয়েটাকে পুড়িয়ে মারলেন!
আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।