
আপনি কাউকে হঠাৎ ভালোবাসতে শুরু করেছেন? বোঝাতে পারছেন না তাকে কতটা ভালোবাসেন? আপনার অনুভূতি প্রকাশের প্রিয় মাধ্যম হতে পারে কবিতা। মুঠোফোনে এসএমএস করতে পারেন আপনার কাঙ্খিত জনকে নিচের কবিতাখানি-

তোমাকে যদি কেউ ভালোবাসে তার লেখা উচিৎ হবে-
তোমাকে প্রশংসা করতে হয় তুমি সাধারণ বলে।
কোন প্রেমিক সূর্যকে নিয়ে কবিতা লেখে না,
লেখে চাঁদকে নিয়ে।
চাঁদের সব আলো যদিও সূর্যের থেকে নেয়া।
বাহির পানে তাকিয়ে যারা মুগ্ধ হয়
তারা কী জানে-
হৃদয় বীণার মাঝে সহস্র গোলাপ কুঁড়ি
থাকে লুকিয়ে।
নক্ষত্র তুমি ওগো,
চাঁদ তোমাতে লুকাতে চায়,
পাছে মেঘেরা তোমার থেকে
আলো নিয়ে নেয়,
চাঁদকে ম্লান করে দেয়।
তোমার অন্তরলোকে আমার বাউল মন
কতবার চোখ রেখেছে-
বারবার সে পেয়েছে তীক্ষ্ণ সূর্যের
স্নিগ্ধ জ্যোতির্ময় আলো,
নিমিষেই যা দূর করে অন্ধকারের কালো।
ওগো হৃদয় সাগরের অপরুপ
রুপেরও রাগিণী-
তোমার আলোয় আলো হলেম,
চাঁদ কী পারে দিতে সে আলো,
তোমার মত গভীর অমানিশা দূর করা
শুভ শোভা বিলিয়ে দেয়া সে আলো?
হে চির সুন্দর তুমি-
ভুবন ঘুরিয়া শেষে
আমারই দ্বারে ফিরে এসো।

সাতক্ষীরা, ১২ নভেম্বর ২০১১, নিজ গৃহে রাত ১১.৩০টায় মুঠোফোনে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




