সমস্যার মাঝেই সুপ্ত থাকে সম্ভাবনা ও সমাধান। সম্ভাবনা ভেবে সৃজনশীলভাবে যে কোন সমস্যা সমাধান করার সহজ চারটি ধাপ PIEI:
সমস্যা সনাক্তকরণ - Problem Identification
চিন্তার সমাবেশ - Idea Generation
মূল্যায়ন - Evaluation
প্রয়োগ - Implementation
সমস্যা সনাক্তকরণ: আসল সমস্যা কি? সমস্যার সংঙ্গা কি? সমস্যাটা আসলেই সমস্যা কিনা? সমস্যাটার প্রকৃত মালিক কে? সমস্যাটা সমাধান না করলে আর্থিক ক্ষতি কি? সমস্যার গুরুত্ব? কি পরিমাণ সমাধান প্রয়োজন? লাভ-ক্ষতি?
চিন্তার সমাবেশ: কি কি কারণ? মাথা ঘাটিয়ে বের করুন সমস্যা সমাধানের কি কি পথ রয়েছে? গ্রুপের সবার সবগুলো উপায় লিখে ফেলুন। কোন চিন্তা বাতিল করা চলবেনা। এই পদ্ধতিকে বলা হয় 'ব্রেইন স্টর্মিং'।
মূল্যায়ন: এবার বিশ্লেষণ করুন সমস্যা সমাধানের কোন উপায়টি সবচে গুরুত্বপূর্ণ? গ্রুপের সবার মতামত নিন। কতটুকু বিনিয়োগ করে কত সময়ে কতটুকু ফল পাবার সম্ভবনা রয়েছে? 'পেরিটো ডায়াগ্রাম' তৈরী করুন। বিশ ভাগ কর্ম করে কিভাবে আশি ভাগ ফল পেতে পারি?
প্রয়োগ: এটি চূড়ান্ত ধাপ। চূড়ান্ত পরিকল্পনা ও কার্যপ্রণালী । কে কে করবে? কি কি করবে? কখন করবে? কোথায় করবে? কি কি লাগবে? কত খরচ হবে? কত সময় লাগবে? কিভাবে মনিটর করা হবে? ফলাফল কি? চূড়ান্ত প্রয়োগ ও পর্যালোচনা - স্বল্পমেয়াদী ও সুদূরপ্রসারী ফলাফল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




