শ্রী পঞ্চমীতে সরস্বতী পূজার সময়। লক্ষ্মী, নারায়ণ,,দোয়াত, কলম ও পুস্তক পূজা করিয়া পুষ্পাঞ্জলি দিবেন।
মন্ত্রঃ ওঁ সরস্বত্যৈ নমঃ ওঁ লৈক্ষ্ম নমঃ। ওঁ নারায়ণ নমঃ। ওঁ মস্যাধারেভ্যো নমঃ। ওঁ লেখনীভ্যো নমঃ। প্রথমে আসনে উপবেশন করিয়া আচমন বিষ্ণুস্মরণ করিয়া স্বস্তিবাচন করতঃ সঙ্কল্প করিবেন। পরে সুক্ত পাঠ করিয়া সামান্যার্ঘ্য, আসনশুদ্ধি প্রভৃতি এবং নাস্যাদি করিয়া গণেশাদি দেবতার পূজা করিবেন, অনন্তর সরস্বতীর ধ্যানমন্ত্র পাঠ করিবেন। পরে মানসোপচারে পূজা করিয়া বিশেষার্ঘ্য স্থাপন করিবেন। তৼপরে পূনর্বার ধ্যান করিয়া আবাহন এবং ষোড়শোপচারে পূজা করিবেন।
ধ্যানঃ ওঁ তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ, কুচভরনমিতাঙ্গী সন্নিষন্না সিতাজে। নিজকরকমলোদ্যল্লেখনী-পুস্তকশ্রীঃ, সকলবিভবসিদ্ব্যৈ পাতুবাগ্ দেবতা নঃ।
পুষ্পাঞ্জলী মন্ত্রঃ ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদবেদান্ত-বেদাঙ্গবিদ্যাস্থানেভ্য এব চ স্বাহা। এষ সচন্দনপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ ওঁ সরস্বত্যৈ নমঃ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



