হেহে আমি কিন্ত অনেক শায়েরী লিখি
একটা পাবলিশ করে দেখি !!!!!
বেশ কয়েক মাস আগে লেখা -
আর্তনাদ
জানি এই আর্তনাদ শুনতে পাবেনা কেউ
নিশঃব্দ চিৎকার বারবার ফেটে পরবে নিস্ফল আক্রশে
নির্ঘু্ম রাতের নিস্তব্ধতায় চাপা পরে যাবে হাহাকার
রাতের আঁধার এসে মিশে যাবে মনের আঁধারের সাথে
তবুও মনের কি ভয়ঙ্কর নেশা
খুজে বেড়ায় এমন কাউকে
কিছু না শুনেও যে শুনতে পাবে এই আর্তনাদ ।
[মে-২০০৮, পারো, ভূটান।]
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




