আমি স্বর্গের বুকে তোমার পদচিহ্ন
দেখেছি হে বিশ্ব বিজয়ী নারী
তাইতো তোমার সাথে আমার
এত মধুর ভাব, এতই বাড়াবাড়ি।
তুমি ছিলে, ছিল আমার ঘুম
তুমি না থাকলে, আমি যে হয়েছি গুম।
তুমি আছ, আছে আমার সব
তুমি হাসলে, খুশি থাকেন এই জাহানের রব।
তুমি বিনে আমি পাগল পাড়া
আর কিছু হায় চাই না তোমায় ছাড়া।
তোমার আকাশে হোক না আমার ঘর
তোমার কানে বাজুক আমার চির কাঙ্গাল স্বর।
তোমার ধ্বনি ছড়িয়ে পড়ে প্রাণে
বাউল যে হয় এই অভাগা তোমার আহ্বানে।
তোমার মনে আমার জন্য একটু জায়গা রেখো
রোজ সকালে আমার ছবি বুকের মাঝে এঁকো!