২। এখন ঘরে ঘরে চাকরি পাচ্ছে (আসলেই?) । আর আগামীতে ঘরে বসেই বেতন পাবে।
৩। বর্তমানে বিদ্যুৎ যাচ্ছে না , আসতেছে। আর আগামীতে আর আসবেই না।
৪। এখন বন্ধুপ্রতিম দেশ (!!!) সীমান্তে আমাদের যত্ন নিচ্ছে (আমাদের জমি দখল নিয়ে আমাদের ঝামেলা হতে মুক্তি দিচ্ছে, জনসংখ্যা কমিয়ে দিয়ে উপকার করছে) আর আগামীতে সীমান্তই হয়তো থাকবে না। প্রদেশ হয়ে যাবে।/
৫। পর্দা, ফতোয়া, ইসলাম শিক্ষা, মাদ্রাসা শিক্ষা নিয়ে আধুনিক (!) সিদ্ধান্ত নিয়েছে। পরে হয়তো আরো অত্যাধুনিক, ডিজিটাল সিদ্ধান্ত নিবে (তখন ইসলাম থাকবে তো নাকি ‘...ধর্ম’ নামে ইসলাম নাম মাত্র থাকবে?) :-*:-*
৬। এখন আইন শৃঙ্খলার যা উন্নতি হয়েছে (ক্রসফায়ার, বাহিনীর দুর্নীতি) আর আগামীতে তো আর কোন বাহিনীই লাগবে না নিজেদের লোক রাই (ছাত্রলীগ, যুবলীগ
৭। ১৯৯৬ এ যেমন জনগন শেয়ার বাজার এ লাভ (!!!) করেছিল। এই বছর যেমন করলো তার চাইতে আরো লাভ করতে পারবে.।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



