ইসলাম ও উম্মাহবিরোধী সুদূরপ্রসারী পরিকল্পনার প্রাথমিক অংশ হিসেবে বাংলাদেশে নির্মিত হচ্ছে ইসলামবিরোধী আন্তর্জাতিক ছবি ব্ল্যাক। গত ডিসেম্বর মাসে ছবিটির নির্মাণকাজ শুরু হয়।
আসুন আমরা এই ছবি সম্পর্কে কিছু জানিঃ
ব্ল্যাক সিরিজে মোট সাতটি ছবি বানানো হবে, যার মূল উদ্দেশ্য হলো ‘ইসলাম ও ইসলামি শরিয়াহ কিভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে’ তা তুলে ধরা এবং শরিয়া আইন, জিহাদ, বোরকা, পাথর ছুড়ে মারা, বহুবিবাহ, বাল্যবিবাহ এসবের বিরুদ্ধে দেশে ও বিদেশে জনমত গঠন করা। ছবিটি বাংলা ভাষায় নির্মিত হলেও ইংলিশ, হিন্দি, ফেঞ্চ, উর্দুসহ বিভিন্ন ভাষায় সাব টাইটেল করে সমগ্র বিশ্বে বিশেষভাবে মুসলিম বিশ্বে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করা হয়েছে।
প্রস্তাবিত ব্ল্যাক ছবির পরিচালক একজন অত্যন্ত বিতর্কিত ব্যক্তি এবং ইসরাইলি লবির লোক বলে গণ্য। তিনি যদি এটা তৈরি করেন এবং বিভিন্ন ভাষায় ডাবিং করে বিদেশে ছড়িয়ে দেন তবে তা সারা বিশ্বে বাংলাদেশের ইসলাম ও মুসলিম সম্পর্কে ভুল বার্তা পৌঁছে দেবে। আরব বিশ্বেও বাংলাদেশ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যা মুসলিম ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে করবে ক্ষতিগ্রস্ত। সম্প্রদায়গত ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কায় আরব দেশগুলো এ ধরনের ছবি তাদের দেশে প্রদর্শনের অনুমতি দিতে পারে না।
আসুন আমরা সকলে সচেতন হই। আর এই 'ব্ল্যাক' ছবিকে না বলি.।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



