কেন এত কালক্ষেপন? তবে কি???
একটি বছর হয়ে গেল।
কিন্তু দেশ মনে হয় এমন অকাট্য প্রমানের অপেক্ষায় ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে জানা গেল...
***কদিন আগে তদন্তকারী দল বিভিন্ন আলামত সংগ্রহ করেছিলো।
অন্যান্য কিছু প্রতিষ্ঠান ও সংগঠন ও তাদের আলামত হাজির করেছিল।
এর মধ্যে ছিলো মানুষের কয়েকটি হাড়। ৭১ সালে যারা মারা গিয়েছিলো তাদের হাড়। হ্যা সেই হাড়গুলো নিয়েই কাহিনী।।যদিও কথা উঠেছিল ঐ হাড়গুলো কি আদৌ রাজাকারদের দ্বারা নিহতদের হাড় কিনা? কিন্তু এখন আর কোন সন্দেহ নেই।
সেই হাড়গুলো এখন আপনা আপনিই বিভিন্ন নাম বলছে !!!!
হাড়গুলোর কাছে যেতেই যেন নিজামী, গোলাম আযম, সাঈদী, সাকা ইত্যাদি নাম জপছে।
আগে এতদিন জনগন ভেবে আসছিলো যে বিরোধীদের ঘায়েল করার জন্যই এর বিচারের ব্যবস্থা। তাদের সঠিক ও ন্যায় বিচার হবে কিনা সে নিয়েও সংশয় ছিলো। কদিন আগে যখন একজন ব্রিটিশ আইনজীবিকে বাংলাদেশের ভিসা দেয়া হল না তখন তাদের সন্দেহ আরো ঘনীভুত হয়েছিল।
যাই হোক এখন আর কোন চিন্তা নেই। অকাট্য প্রমান পাওয়া গেছে।
***গোপন সংবাদের ভিত্তিতে যা জানা গেল তা কাল্পনিক।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



