কতটুকু সুখে আছো তুমি
প্রথম প্রহরে তাই দেখতে এসেছি
তোমাকে দেখে অস্থির স্থির হয়
ধ্বংস থেমে যায়,নেশার ঘোরে সব চূর হয়
কিসের সন্ধানে আছো তুমি
অবাক চোখে তাই দেখতে এসেছি।
বহু দূরের পথে হেটে এসেছি
একটুখানি দেখতে জানতে এসেছি
কলি ছাড়া ফুলগুলো ফুটবে কিভাবে
সৌরভগুলো ছড়াবে কোন আঙ্গিনায়
আমার একটু সুখ, হয়ত ছেলেমানুষি
তবুও অট্টালিকার মত মোহনীয় কিছু নয়
তাই মধ্যরাতে আজ জানতে এসেছি।
তোমার আমার ব্যবধান পুরনো
চিঠির মতন পাগলামি
মোহগুলো পাল্টে গেছে
দিনের আলোয় বৃদ্ধ আমি।
তাই আজ আবার এসেছি
ক্ষত-বিক্ষত,হৃদয়হীন আমি
রাত পোহাবার অল্পবাকী
ফেলে আসা পর্ব গল্প হবে কোন একদিন।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৭ ভোর ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





