> ব্লগ ছেড়ে যাওয়া না যাওয়া একান্ত আপনার ব্যাপার।
> আপনে কোথায় ব্যর্থ আর কোথায় ব্যর্থ না, সেটা নিশ্চয় আপনার চেয়ে যারা আপনাকে পরখ করবে তারা বুঝবে
> আপনার শেষ লেখাটি পড়ে মনে হচ্ছে আপনি সারা জীবন এইরকম ই থেকে যাবেন, একজন পরাজিত ব্যাক্তি, বা আপনার ভাষায় ব্যর্থ ব্যাক্তি হিসেবে।
> আপনার গুণ ও দোষ গুলো ভাল লেগেছে
> রাজাকার ব্যাপারটি আপনার খারাপ লাগে এটা ঠিক, আপনার ব্যাক্তিগত ব্যাপার, তবে কোন ভাল কিছু পেতে গেলে বাধাকে ডিঙ্গিয়ে বা বাধাকে ভেঙ্গে না গেলে মজাটা থাকে না।
> সর্বশেষে আপনে বলেছেন: 'সবশেষে, পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের সবার কাছে ক্ষমা চাই যদি কোন ভুল করে থাকি কিংবা দোষ করি । আমরা একই আকাশের নিচে থাকি । তাই কোন একদিন দেখা হলেও হতে পারে । তবে আমাকে কেউ চিনবে না । কারণ আমি হলাম "ধূসর ছায়া" । তবে ঠিকই আপনাকে চিনে নিব । না চিনতে পারবো না । চিনলে তো সফল হয়ে যাবো । আমি তো কখনো সফল হবো না । সবাই ভাল থাকবেন যার যার সাজানো পৃথিবী নিয়ে । আর আমার জন্য দোয়া করবেন । পৃথিবীর সবাই সুখী হোক । রাজাকার এবং রাজাকার সমর্থনকারী ছাড়া ।
'
ভাল কামনা করার জন্য আপনাকে ধন্যবাদ তবে এইরুপ ঠ্যালাঠেলির মাঝে নিজেকে হারিয়ে যে এক কোণে বসে কান্দবে, তাকে আমি একজন ব্যাক্তি, সু-নাগরিক, একজন বিচক্ষণ ব্যাক্তি, একজন পিতা বলে কখনো মেনে নেব না।
আশা করি আমাকে বুঝবেন। ভাল থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





