বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন ব্যাংকের জন্য ৩৭টি আবেদনের মধ্যে প্রাথমিক বাছাইয়ে ১৬টি টিকেছে। সুতরাং যাদেরই ব্যাংকের অনুমোদন দেয়া হবে তারা সবাই সরকার সমর্থিত।
অর্থ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ ১৬টি আবেদনের মধ্যে সরকারের সর্বোচ্চ মহল থেকে পাঁচটির অনুমোদন দিতে পারে। এর পাশাপাশি এনারবি তিনটি ব্যাংকের অনুমোদন দেয়া হবে। সব মিলে নতুন আটটি ব্যাংকের অনুমোদন দেয়া হতে পারে। তবে ওই সূত্র জানিয়েছে, এ ১৬টির তালিকা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
১৬ ব্যাংক ও উদ্যোক্তা :
প্রাথমিক বাছাইয়ে বিবেচিত নতুন ব্যাংকের তালিকায় আছে
ঢাকার সরকারদলীয় সংসদ সদস্য ফজলে নূর তাপসের মধুমতি ব্যাংক । এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নাম আছে জনৈক হুমায়ুন কবীরের।
১৬টির মধ্যে আরেকটি রয়েছে, সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ফার্মারস ব্যাংক। তিনি নিজেই ব্যাংকটির প্রস্তাবিত চেয়ারম্যান।
আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমের প্রস্তাবিত দ্য পিপলস ব্যাংক। এই ব্যাংকের উল্লেখযোগ্য উদ্যোক্তা হচ্ছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী খোকন ও স্থনীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী সৈয়দ আরজুমান বানু।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের প্রস্তাবিত ব্যাংকের নাম ফেডারেল ব্যাংক। এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম ও সরকারের শীর্ষপর্যায়ে ঘনিষ্ঠ হাবিবি মিল্লাত।
এম মনিরুজ্জামান খন্দকারের প্রস্তাবিত ব্যাংক হচ্ছে মিডল্যান্ড ব্যাংক।
সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান ও নসরুল হামিদের প্রস্তাবিত ব্যাংক হচ্ছে মেঘনা ব্যাংক। চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে আশিকুর রহমানের।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক-এর চেয়ারম্যান হিসেবে নাম আছে এস এম আমজাদ হোসেনের।
ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক নেতা অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর পিপলস ইসলামী ব্যাংক-এর চেয়ারম্যান হিসেবে তালিকায় আছেন আমেরিকা-প্রবাসী আবুল কাসেমের নাম। এর সাথে রয়েছেন সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের ভাই ইফতেখার আহমেদের (টিপু) ইফাদ অটোস, বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। এদেরই আরেকটি ব্যাংকের প্রস-াব রয়েছে, যার নাম ফেডারেল ব্যাংক।
কটক বাংলা ব্যাংক-এর উদ্যোক্তা হিসেবে রয়েছে ভারতের বিখ্যাত কটক মহিন্দ্রা ব্যাংক, যাদের শেয়ার থাকবে ৬০ শতাংশ। এই ব্যাংকে আছে আবদুল মাতলুব আহমাদের নিটল গ্রুপ, প্রাণ অ্যাগ্রো বিজনেস ও প্রাণের প্রধান নির্বাহী আমজাদ খান চৌধুরীসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ইউনিয়ন ব্যাংক। এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে অবশ্য নাম রয়েছে জনৈক শহীদুল আলমের।
আরো আছে এনামুল হক চৌধুরীর প্রস্তাবিত ব্যাংকের নাম চার্টার্ড ব্যাংক। এই ব্যাংকের উদ্যোক্তার তালিকায় নাম রয়েছেন সদ্য পরলোকগত সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুর।
হোসনে আরা বেগমের টিএমএসএস প্রস্তাবিত ব্যাংকের নাম ক্ষুদ্র পুঁজি ব্যাংক।
পরলোকগত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সেলফ এমপ্লয়মেন্ট ব্যাংক নামে আবেদন করেছিলেন। সাথে আছেন সাবেক অর্থমন্ত্রী ওহেদুল হক, অধ্যাপক দীন মোহাম্মদ ভূঁইয়া, তার পরিবারের সদস্যসহ কয়েকজন শিক্ষাবিদ।
সূত্রঃ http://www.dailynayadiganta.com/details/37376

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



