এবার ই প্রথম ঢাকায় ঈদ করছি....
ঈদের সময় ঢাকার মানুষের এই কৃত্রিম আনন্দটা আমার কাছে কেমন জানি একটু খটকা লাগে।
প্রশ্ন আসতে পারে কৃত্রিম বলার কারন কি?
আজ সন্ধ্যায় দেখলাম প্রতি টা ফ্ল্যাটের মানুষ জনই টিভির সামনে বসে আছে। টিভির খবরের অপেক্ষায়। অজ ঈদ হবে কি না। আমি অধম একাই ছাদে গিয়ে কতক্ষন ঘুরে আসলাম। দেশে থাকতে ঈদের আসল মজাটাই ছিলো চাদ দেখার মধ্যে। কিন্তু এই জিনিসটা ঢাকার মানুষের মধ্যে দেখলাম না। টিভিতে শিওর হয়ে সবাই এক অপরকে ফোন করছে। টেক্সট পাঠাচ্ছে।
দেশে থাকতে, ছোটো বেলাতে চাদরাতের দিন দুপুরেই সমবয়সী ছেলে মেয়েরা দল বেধে রাস্তারপাশে বসে থাকতাম। এক পাড়া থেকে ছেলে মেয়েরা চিক্কুর পাড়তো আর আমারাও চিক্কুর মেরেই সেটার উত্তর দিতাম।
শিয়ালের মতো ডাক ছাড়তাম.....
এখন হয়তো এমনটা করা হয়না। আমদের জুনিয়র ব্যাচের পোলাপাইন রা এগুলা করে। কিন্তু একটু বড়ো হইলেও এই আনন্দের ভাগিদার আমরা ও হই। হয়তো সেই আগের মত রাস্তায় রাস্তায় দৌড়িয়ে চাদ উঠছেএএএএ বলে চিক্কুর পাড়তো পারিনা কিন্তু ছোটো ভাইদের ঠিকই উতসাহ দেই।
কিন্তুর ঢাকার পরিবেশটা কেমন যেনো। অনন্দ করার জন্য পোলাপাইন বাজি ফুটায়। আমার ক্যান জানি ভয় লাগে।
হয়তো এই আন্দটা মিস করতে চায়না বলেই অবেগ প্রবন বাঙালি জীবনের ঝুকি নিয়ে নাড়ীর টানে বাড়ি ফিরে যায়। সবাইকে ঈদের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



