খুব এক্সাইটেড ছিলাম। না জানি সে লোকটা কেমন হয়। ভাব টাব নিবে হয়তো।
তবে দেখা হওয়ার পরে আমি মোটামুটি টাস্কি!!! একে তো ভাই আমার বরিশাইল্লা তার উপর অনেক ফ্রি। আমাদের (আমি, পাইলট ভাই সহ আরো ২জন ছিলো) চিকেন, ফ্রেন্চ ফ্রাই, আর কফি খাওয়াইলো।
খাওয়ার পরে বসুন্ধরা এরিয়াটা ঘুরে দেখলাম ভাইরে নিয়া। অনেক টা সময় দিলো ভাই। খুব এনজয় করছি। তবে যে জিনিসটা নিয়া বেশি ভাল্লাগছে তা হলো, ভাই আমার পুরো বরিশাইল্লা ভাষায় কথা কয়।
একটা কথা বলতেই হবে, "মনে মনে আমি "ঘুড্ডির পাইলট" নিক এর পিছনের মানুষটারে যা ভাবছিলাম সে মোটেও তেমন না।
গরীব মানুষ আমি। ভাইরে তেমন দামি কিছু দেয়ার মতো সামর্থ নাই। তবে সাধ্যের মধ্যে এই ককটেল টা গিফট করলাম।
![]()
(ভেতরে কি আছে তা নাহয় আমরা আমরাই জানলাম।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



