পুলাইপাইন রা আসুন কাইট্টা বহো একখান কেচ্ছা কই........ MD Golam Maula Rony সাহেবের কাছ থেকে শোনা একটা ঘটনা, ২০১১ এর মাঝের দিকে ভারত বাংলাদেশে মাধ্যে একটি সাইবার ওয়্যার হয়। ইস্যু প্রিয় বাঙালী জাতির তখন হট টপিক ছিলো "হ্যাকার"
বলা বাহুল্য তখনকার কিছুদিনের জন্য মুই ও হ্যাকার হই গেচিলাম
ঘটনায় ফিরে আসি, তখনকার ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী একজন মহিলা। (নাম জিজ্ঞেস করে লজ্জায় ফেলে দিবেন না, বলা তো যায় না কখন রাহির মতো ৫৭ ধারায় ফাসিয়ে দেয়া হয়) তার মধ্যে কোনো একদিন আমেরিকান এম্বাসী তে কোনো একটা প্রোগ্রামে রনি সাহেব তৎকালীন ডাক ও টেলি যোগাযোগমন্ত্রীকে ব্যাপার টা নিয়ে জিজ্ঞেসকরলেন। আপা " হ্যাকার দের নিয়ে আপনি কি ভাবছেন? ব্যাপার টা কিভাবে হ্যান্ডেল করা যায়?
শ্রদ্ধেয় ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মহোদয়া তখন উত্তর দিয়েছিলেন " দেখো রনি... আস্তে আস্তে ঢাকা শহরের সব হকার উচ্ছেদ করা হবে। এ ব্যপারে আমার মন্ত্রনালয় কাজ করছে"
ঘটনা এইখানেই শ্যাষ
বি দ্র:- অনেক দিন পর ব্লগে আসলাম। ডিজিটাল বাংলাদেশের মন্ত্রী এমপি দের নিয়ে যে গবেষনা চালাচ্ছি তা আশাকরি আগামী ২-৩দিনের মধ্যে সামুতে সবার কাছে প্রকাশ করতে পারবো।
ভালো থাকুন....... সুখে থাকুন....... ডিজিটালাইজড থাকুন.......
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



