জনস্রোতে তুড়ি বাজানো গর্বিত মানুষ,
হাত বাড়ানো গুণীজনের তৈলাক্ত হাত,
আগাছা উপরে ফেলা সমাজের বিশিষ্টজন,
"সত্যবাদীর" কঠোর সত্যবাণী-নির্মম আঘাত,
সবজান্তা মহাজ্ঞানীর চটুল তামাশা, তীর্যক তিরষ্কার
এ যেন রূপকথা রাজ্য, মধুর এ জীবন, মধুরতম বিষাদ
ফাগুন ভালো থাকুক, বৈশাখ আগুন ছড়াক
বর্ষা ভিজিয়ে দিক, হেমন্ত ছুঁয়ে যাক
অস্ফুট স্বরে কেঁপে কেঁপে নীর্লিপ্ত কন্ঠ
প্রবোধ আওড়াতে থাকুক ব্যস্ত
"আমার কিছুই আসা যায়না"।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




