আমার ব্যাগভর্তি সকালের রোদ
যার কথা ছিল চোখে লেগে থাকার
আমি ধার দিয়েছি সময়, ব্যস্ত রাস্তাকে
আমি বেমালুম ভুলে গেছি, সময় ফিরে আসবেনা
আমার কাঁধে ঝোলানো ব্যাগে এখন শুধু সকালের রোদ
যার কথা ছিল চোখে লেগে থাকার
আমার শুষ্ক চোখে কেবল শুণ্যতা
শুণ্যতা কেন ধার দিতে পারিনা?
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




