আমার বিষাদ ঘিরে নীল নীল জলরঙ
ওরা হতে পারতো প্রজাপতি,
আমি জানিনা
প্রজাপতির রাষ্ট্রীয় রঙ হয় গোলাপী, লাল, মেরুন
ওখানে কোন দুঃখ থাকেনা
গাঢ় সবুজ আমার প্রিয়
স্তব্ধ, শান্ত, নীরব-আমার মত
অথচ যে পরিচয়ে আমি সনাক্ত হই
তার রঙ প্রায়শই কালো
প্যালেটে রঙ মিশিয়ে রঙ বানানো মজার খেলা
আরো মজার ঘোলা পানিতে রঙসমেত তুলি ডোবাতে
আমি যখন চিত্রকরদের নাম-পরিচয় জেনে এসেছি পরীক্ষার পড়ায়
আমাকে শুধু জিগেস করা হল বেগুনী বানাতে কি কি রঙ লাগে খুকি?
সবুজ বানাতে কিছুটা নীল লাগে
নীল বানাতে সবুজের দরকার হয়না
আমার সিলেবাস এখন আমি বানাই
আমার প্রজাপতি নীল, আমার গায়ের রঙ গাঢ় সবুজ
আমার লাল, গোলাপী, মেরুন, বেগুনীর দরকার হয়না।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




