(১)
ওখানে মেঘ হয়, ঝড় হয়, পূর্ণিমা হয়
এদিকে কিছু নেই, চাঁদ নেই
মেঘ নেই, ঝড় নেই
অমাবশ্যাও নেই
ওখানেই সব
এদিকে তাই নেই কিছু, থাকবেনা
এই স্বাভাবিক অস্বাভাবিকতা
মেনে নেওয়া-দ্বিমত করার মতও এদিকে কেউ নেই!
ওদিকে যান প্লিজ, সব আছে।
(২)
তুমুল বৃষ্টি হয়
আষাঢ়-শ্রাবণ জুড়ে প্রতিদিন ভিজে রাস্তা
কাকভেজা কাকেদের করুণ দৃশ্য
দিনদিন আরো সকরুণ হয়
বৃষ্টিবিলাসী রোদময় ফেসবুকে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




